সমাজের সব স্তরের মানুষকে ভারতকে স্বচ্ছ করে তোলার অভিযানে ডাক দিয়েছেন নরেন্দ্র মোদী। বিভিন্ন বাজার, রেললাইন, জলাশয়, পর্যটন-স্থল, এমনকি বিভিন্ন ধর্মীয় স্থানকেও আবর্জনা-মুক্ত করে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
'মন কি বাত'-এর ১০৫তম এপিসোডের মঞ্চ থেকে সারা ভারতের নাগরিকদের জন্য স্বচ্ছতা অভিযানের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকল দেশবাসী এক সঙ্গে একত্র হয়ে এক ঘণ্টা সময়কাল দেশের স্বচ্ছতার জন্য নিবেদন করুন- এমনই আহ্বান জানালেন নমো।
১ অক্টোবর, গান্ধী জয়ন্তীর আগের দিন , সকাল ১০টা থেকে এক ঘণ্টা স্বচ্ছতার জন্য শ্রমদান করার পরামর্শ দিয়েছেন তিনি। ওইদিন সমগ্র দেশজুড়ে স্বচ্ছতার একটা বড় অনুষ্ঠান হবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। স্বচ্ছতা অভিযানের ইভেন্টগুলো জনসাধারণের সামনে তুলে ধরতে একটি আইটি প্ল্যাটফর্মের ব্যবস্থাও করেছে সরকার। সেটা হলো Swachhata Hi Seva - Citizens Portal https://swachhatahiseva.com/
সমাজের সব স্তরের মানুষকে ভারতকে স্বচ্ছ করে তোলার অভিযানে ডাক দিয়েছেন নরেন্দ্র মোদী (PM Modi)। প্রত্যেক নাগরিকের বাসস্থানের রাস্তা, আঞ্চলিক উদ্যান, নদী, পুকুর, জলাশয় বা যে কোনও জনবহুল স্থান পরিষ্কারের কাজে সকলকে হাত লাগানোর আর্জি জানিয়েছেন তিনি। বাজার, রেললাইন, জলাশয়, পর্যটন-স্থল, এমনকি বিভিন্ন ধর্মীয় স্থানকেও আবর্জনা-মুক্ত করে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।