ফ্রান্সে যাওয়ার আগে একটি ফরাসি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন যে ভারত দক্ষিণ ও পশ্চিমের মধ্যে সেতু হিসেবে কাজ করতে পারে।
দুদিনের ফ্রান্স সফরে প্রধানমন্ত্রী মোদী। এই সফর ভারত ফ্রান্সের মিত্রতা আরও দৃঢ় করবে বলে জানিয়েছেন মোদী। ফ্রান্সে যাওয়ার আগে একটি ফরাসি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন যে ভারত দক্ষিণ ও পশ্চিমের মধ্যে সেতু হিসেবে কাজ করতে পারে। তিনি ভারত ও ফ্রান্সের মধ্যে গভীর সহযোগিতার প্রশংসা করেন। প্রধানমন্ত্রী মোদি একটি বিশেষ ফ্লাইটে সকালে ফ্রান্সের উদ্দেশে রওনা হয়েছেন। ভ্রমণের আগে, ফরাসি দৈনিক লেস ইকোস একটি উপহার দিয়েছে। এতে ভারত ও ফ্রান্সের মধ্যে ২৫ বছরের বন্ধুত্বের কথা বলেছেন প্রধানমন্ত্রী মোদি। 'আমি এখন একটা টার্নিং পয়েন্টে অনুভব করছি। করোনা পরবর্তী মহামারী বৈশ্বিক পরিবেশে, আমি মনে করি আমাদের সহযোগিতা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে। আমরা আগামী ২৫ বছরের জন্য পথে কাজ করার জন্য উন্মুখ। আমি মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ।'
এদিন প্রধানমন্ত্রী মোদি বলেন, ভারত উত্তর ও পশ্চিম দেশগুলোর মধ্যে সেতু হিসেবে কাজ করতে পারে। তাঁর কথায়,'আমি ভারতকে এমন একটি জাতি হিসাবে দেখি যা অন্যান্য দেশকে শক্তিশালী ডানা দেয়। ভারতীয় দেশ এবং পশ্চিমা দেশগুলির সাথে সংযোগ স্থাপন করতে পারে।' এছাড়া তিনি উল্লেখ করেছেন, ফ্রান্স-ভারত সম্পর্ক ভালো অবস্থায় রয়েছে এবং শক্তিশালী, নির্ভরযোগ্য এবং স্থিতিশীল। ভারতের লক্ষ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী মোদি বলেন, '২০৪৭ সালে ভারতের স্বাধীনতার শতবর্ষের আগে আমরা একটি পরিষ্কার দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছি। আমরা ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি উন্নত দেশ হতে দেখতে চাই। সকলের চাহিদা পূরণের জন্য উন্নত। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো এবং সুযোগের ক্ষেত্রে মানুষ। আমরা অর্থনীতি অর্জন করতে চাই।'
বৃহস্পতিবার সকালেই ফ্রান্সের উদ্দেশ্যে রওনা দিলেন প্রধানমন্ত্রী মোদী। আজ বিকেল ৪টে নাগাদ পৌঁছবেন প্যারিসে। নিজের বিশেষ বিমান অরলি করেই রওনা হয়েছেন তিনি। প্যারিসে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে ভারতের প্রধানমন্ত্রীকে। ফ্রান্স সফরে ভীষণ ব্যস্ত সূচী প্রধানমন্ত্রী মোদীর। আজ থেকেই রয়েছে একাধিক কর্মসূচি।
ফ্রান্সে মোদীর সফর সূচি
বৃহস্পতিবার ৪টে নাগাদ প্যারিসে পৌঁছবে প্রধানমন্ত্রীর বিমান। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রধানমন্ত্রী সিনেটে পৌঁছে সিনেটের প্রেসিডেন্ট জেরাদ লার্চারের সঙ্গে সাক্ষাৎ করবেন। রাত ৮টা ৪৫ মিনিট নাগাদ, নরেন্দ্র মোদী ফরাসি প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্নের সঙ্গে আলোচনা করবেন। আগামীকাল বেলা ১১টার দিকে লা সেইন মিউজিক্যাল হলে ভারতীয় সম্প্রদায়ের অনুষ্ঠানে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদি। এরপর দুপুর সাড়ে ১২টায় তিনি এলিসি প্যালেসে পৌঁছাবেন। এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্মানে এক ব্যক্তিগত নৈশভোজের আয়োজন করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। শুক্রবার প্যারিসে ব্যাস্টিল ডে প্যারেডে যোগ দেবেন প্রধানমন্ত্রী।
ফ্রান্সে রওনা হওয়ার আগে প্রধানমন্ত্রী বলেন, 'আমি আমার বন্ধু ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আমন্ত্রণে ফ্রান্সে একটি সরকারি সফর করছি। প্যারিসে ফ্রান্সের জাতীয় দিবস বা বাস্তিল দিবসের অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে রাষ্ট্রপতি ম্যাক্রোঁর সঙ্গে থাকছেন।'
আরও পড়ুন -
ফ্রান্সের উদ্দেশ্যে রওনা হলেন মোদী, জেনে নিন আজ কী কী কর্মসূচি থাকবে
কেন ভারতকে এত মনোযোগ দিচ্ছে ফ্রান্স, জেনে নিন প্রধানমন্ত্রী মোদীর প্যারিস সফরের গুরুত্ব
অগাস্ট মাসেই ঘোষণা হতে পারে প্রথম ইন্টিগ্রেটেড থিয়েটার কমান্ড, ৭৭তম স্বাধীনতা দিবসে নতুন পরিকল্পনা