মাথায় পাগড়ি বেঁধে আফগান পোশাকে হিন্দু-শিখ প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ মোদীর

এদিন বৈঠকের আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইন্ডিয়ান ওয়ার্ল্ড ফোরাম অনুরোধ করেছিল আফগানিস্তানে তালিবানদের অত্যাচারের হাত থেকে বাঁচতে যেসব শিখ ও হিন্দুরা পালিয়ে এসেছে তাদের যেন সাহায্য করা হয়। 
 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) এদিন নিজের বাসভবনে শিখ-হিন্দু নেতাদের (Hindu-Sikh Leader)একটি প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেন। তাঁর সাত নম্বর দিল্লির লোক কল্যাণ মার্গের বাড়িতেই অতিথিদের আপ্যায়ন করেন প্রধাননন্ত্রী। গত বছর অগাস্ট মাসে তালিবানরা (Taliban) কাবুল দখল করার পর থেকেই সংকটের মুখোমুখি হয়েছে আফগানিস্তানের (Afghanistan) সাধারণ নাগরিকরা। সংকটে পড়েছেন সেদেশ বসবাসকারী শিখ ও হিন্দু পরিবারগুলি। সেই সময় কেন্দ্রীয় সরকার জানিয়ে ছিল আফগানিস্তানে সমস্যায় পড়া হিন্দু ও শিখদের পাশে থাকবে ভারত। 

Latest Videos

এদিন বৈঠকের আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইন্ডিয়ান ওয়ার্ল্ড ফোরাম অনুরোধ করেছিল আফগানিস্তানে তালিবানদের অত্যাচারের হাত থেকে বাঁচতে যেসব শিখ ও হিন্দুরা পালিয়ে এসেছে তাদের যেন সাহায্য করা হয়। 

অতিথিদের সঙ্গে তোলা বেশ কিছু পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যার একটিতে অতিথিরা প্রধানমন্ত্রীকে একটি কৃপান উপহার দিচ্ছেন। মোদীর হাতে অতিথিরা সংশাপত্রও তুলে দেন। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী ও মীনাক্ষী লেখি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের ব্যক্তিগত টুইটার হ্যান্ডেল থেকে হিন্দু ও শিখ অথিতিদের সাক্ষাতের ছবি শোয়ার করেন। একই সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও এই ছবি শেয়ার করা হয়। এদিনের বৈঠক সম্পর্কে প্রধানমন্ত্রী জানিয়েছেন, তিনি সন্ত সমাজ ও শিখ সম্প্রদায়ের মানুষের সঙ্গে বৈঠক করেন। তিনি আরও বলেন এই পাঠানরা শিখ সম্প্রদায়ের কথা ও তাদের সংস্কৃতির কথা ছড়িয়ে দেন। 

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরনেও ছিল আফগান ধাঁচের পোষাক। প্রতিনিধি দলের এক সদস্য বলেন মোদী শুধু ভারতের প্রধানমন্ত্রী নন, গোটা বিশ্বের প্রধানমন্ত্রী। বিশ্ব যখনই সংকটে পড়ে তখনই তিনি ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন। কথা প্রসঙ্গে উঠে আসে হরদীপ পুরীর গ্রন্থসাহেব নিয়ে আসার কথা। এক প্রতিনিধি বলেন, তাঁদের কথা কেউ শুনছে না। কিন্তু একমাত্র নরেন্দ্র মোদীই তাঁদের কথা শুনছেন। সিএএ লড়াই প্রধাননন্ত্রী তাঁদের জন্যই লড়েছেন বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। মোদীর কারণেই তাঁরা এই দেশে থাকতে পারছেন বলেও জানিয়েছেন। 

অন্যদিকে প্রধানমন্ত্রী মোদীও কাবুলের পার্লামেন্টের ভাষণের কথা তুলে ধরেন। তিনি বলেন খান আব্দুল খান গফরের কথা বলে তিনি গর্ববোধ করেছেন। প্রধানমন্ত্রী বলেন আফগান মানুষদের ভালোবাসা তিনি অনেক পেয়েছেন। যা তিনি কোনও দিনও ভুলবেন না। তিনি জানিয়েছেন এমন কোনও মাস যায়নি যেমাসে তিনি আফগানদের থেকে কোনও উপহার পাননি। যাইহোক প্রধানমন্ত্রীর কথায় এদিনের পোশাকও প্রতিনিধি দলের সদস্যরা তাঁকে দিয়েছিলেন। তাঁকে এই পোশাকে দেখলে তাঁর মা খুশি হবেন বলেও জানিয়েছেন।   

ঝড় ইউনিকের দাপটে উড়ে গেল মানুষ-বাধা পেল বিমান, প্রবল জলোচ্ছ্বাস ব্রিটেনে
কাশ্মীরে চলতি বছর ১৫তম এনকাউন্টারে হত ১, বাকিদের খোঁজে চলছে তল্লাশি
রাশিয়া-ইউক্রেন সংকট, যুদ্ধের দামামা বাজিয়ে এগিয়ে যাচ্ছে রুশ বাহিনী

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari