সুভাষের টুপি উঠেছে তাঁর মাথায়, অনবদ্য উপহার পেয়ে কী বলেছিলেন মোদি

ভারতের স্বাধীনতা সংগ্রামের এক কিংবদন্তি নেতা। ১৮৯৭ খ্রিষ্টাব্দের ২৩ জানুয়ারি, বর্তমান ওড়িশা রাজ্যের কটক শহরে জন্মগ্রহণ করেন সুভাষচন্দ্র বসু। তিনি ছিলেন কটক-প্রবাসী বিশিষ্ট বাঙালি আইনজীবী জানকীনাথ বসু ও প্রভাবতী দেবীর চৌদ্দ সন্তানের মধ্যে নবম। 

ভারতের স্বাধীনতা সংগ্রামের এক কিংবদন্তি নেতা। ১৮৯৭ খ্রিষ্টাব্দের ২৩ জানুয়ারি, বর্তমান ওড়িশা রাজ্যের কটক শহরে জন্মগ্রহণ করেন সুভাষচন্দ্র বসু। তিনি ছিলেন কটক-প্রবাসী বিশিষ্ট বাঙালি আইনজীবী জানকীনাথ বসু ও প্রভাবতী দেবীর চৌদ্দ সন্তানের মধ্যে নবম। সুভাষচন্দ্র পরপর দু-বার ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। ব্রিটিশ শাসন থেকে ভারতের পূর্ণ ও সত্বর স্বাধীনতার দাবি জানাতে থাকেন। ব্রিটিশ কর্তৃপক্ষ তাঁকে এগারো বার কারারুদ্ধ করেছিল। ২৩ জানুয়ারি তাঁর  ১২৩ তম জন্ম দিবস।

আরও পড়ুন- চিনে নিন ব্যোমমিত্রা-কে, গগনযান অভিযানের জন্য ইসরোর তৈরি প্রথম যন্ত্রমানবী

Latest Videos

এই উপলক্ষ্য সারা বিশ্বজুড়ে সাড়ম্বরে পালিত হবে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৩ তম জন্মদিন ৷ দেশের বিভিন্নপ্রান্তে নেতাজি স্মরণে আয়োজন করা হয়েছে বিভিন্ন অনুষ্ঠানের ৷ গত বছর ২৩ জানুয়ারি উপলক্ষ্যে ঠিক এই দিনে সকালে লালকেল্লায় সুভাষ চন্দ্র বোস মিউজিয়ামে হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ দেশনায়ক নেতাজির ব্যবহার করা বিভিন্ন আসবাবপত্র রাখা হয়েছিল সেই মিউজিয়ামেই ৷ 

আরও পড়ুন- বাবার মনে অদ্ভূত আশা, সদ্যোজাত সন্তানের নাম রাখলেন 'কংগ্রেস'

নেতাজির স্মৃতি বিজড়িত সেই সকল আসবাবপত্র ঘুরে ঘুরে দেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ গোটা বিশ্ব৷ আর সেখানেই প্রধানমন্ত্রীর জন্য অপেক্ষা করছিল এক অনবদ্য উপহার ৷ ২০১৯ সালের ২৩ জানুয়ারি স্বয়ং নেতাজির ব্যবহার করা টুপি মোদিজি-কে উপহার দেওয়ার জন্য নিয়ে অপেক্ষা করছিলেন বসু পরিবারের সদস্যরা৷ নেতাজি ব্যবহৃত সেই টুপিটিই নেতাজির পরিবারের তরফ থেকে উপহার হিসেবে প্রদান করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে৷ এই নামী উপহার পেয়ে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন নরেন্দ্র মোদী৷

এমন এক চমকপ্রদ উপহার পেয়ে ধানমন্ত্রী নিজের ট্যুইটার অ্যাকাউন্টে সেদিন লিখেছিলেন, ‘‘নেতাজি ব্যবহার করা এই টুপি ৷ বসু পরিবারের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ, আমায় এই টুপিটি উপহার হিসেবে দেওয়ার জন্য ৷ এই টুপিটি লালকেল্লার ক্রান্তি মন্দিরে রাখা হয়েছে ৷ আমি আশা করবো, যবুব সম্প্রদায় ক্রান্তি মন্দিরে আসবে এবং নেতাজির জীবনী সম্বন্ধে জেনে তা থেকে অনুপ্রেরণা পাবেন ৷’’

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live : বিধানসভার বাইরে বিস্ফোরক শুভেন্দু অধিকারী, সরাসরি | Bangla News
'তৃণমূলের শান্তির ছেলেরা...মমতা-বিনীতকে জেলে ঢোকাবই' RG Kar কাণ্ডে বিস্ফোরক Suvendu Adhikari
এ যেন লুকোচুরি খেলা! ক্ষণে ক্ষণে স্থান পরিবর্তন, এখনও অধরা বাঘিনী যমুনা | Jhargram Tiger News
'কেন্দ্র যদি একটু দয়া দেখায় তাহলে হুগলিতেও মেট্রো চলবে', আশাবাদী Rachana Banerjee
'তৃণমূলের শান্তির ছেলেরা প্রমাণ লোপাট করেছে' | Suvendu Adhikari | #shorts #suvenduadhikari #rgkar