PM Modi: 'বেটা, তুমি নিচে নেমে এসো', বিরাট জনসমাবেশে নাছোড়বান্দা মেয়েটির দিকে আঙুল তুললেন মোদী

Published : Nov 13, 2023, 12:06 PM ISTUpdated : Nov 13, 2023, 12:07 PM IST
modi in Secunderabad

সংক্ষিপ্ত

‘আমি তোমাদের জন্যই এখানে এসেছি, এরকম করা মোটেই ভালো হবে না’, উৎসাহী মেয়েটির কাছে চিৎকার করে অনুরোধ জানালেন প্রধানমন্ত্রী। 

১১ নভেম্বর, শনিবার, হায়দরাবাদের সেকেন্দ্রাবাদে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই রাজ্যে মাদিগা সম্প্রদায়ের সম্মেলনে ভাষণ দিতে গিয়েছিলেন তিনি, তাঁর উপস্থিতকালে ওই জনসমাবেশে জমায়েত হয়েছিলেন প্রায় কয়েকশো মানুষ। সেখানেই ঘটে গেল একটি অদ্ভুত ঘটনা, যার জেরে মাইকে গলা ফাটিয়ে চিৎকার করে অনুরোধ জানাতে হল স্বয়ং ভারতের প্রধানমন্ত্রীকে। 
-

মাদিগা সম্প্রদায়ের জনসভায় ভাষণ দিচ্ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাঁর বক্তব্যের সুরে সুর মিলিয়ে জয়ধ্বনি দিচ্ছিলেন মাদিগা সম্প্রদায়ের প্রধান নেতা মন্দা কৃষ্ণ মাদিগা সহ প্রচুর সমর্থক। সেই সময় মোদীকে সামনে থেকে দেখার জন্য সমাবেশে উপচে পড়েছিল ভিড়। ভিড়ের ফাঁক গলে মোদীকে (PM Modi) আরও ভালোভাবে দেখার জন্য কাছাকাছি থাকা হ্যালোজেন লাইটের বিশাল পোস্টের ওপরে উঠে পড়েন এক কিশোরী।



সবার আগে ওই কিশোরীর দিকে নজর পড়ে প্রধানমন্ত্রীর নিজেরই। তিনি সর্ব প্রথম মঞ্চের ওপর থেকে কিশোরীর জন্য মাইকে সতর্ক বার্তা দেওয়া শুরু করেন। জনতা তাঁর সুরে সুর মেলাতে থাকলেও তিনি সুর ভঙ্গ করে আগেই মেয়েটিকে নেমে আসতে বলেন। নরেন্দ্র মোদী ক্রমাগত বলতেই থাকেন, ‘বেটা, দয়া করে তুমি নিচে নেমে এসো।’

-

উল্লেখ্য কিশোরী তখন মোদীকে দেখার জন্য নাছোড়বান্দা। তিনি ল্যাম্পপোস্ট বেয়ে ওপরের দিকে উঠতেই থাকেন। তখন মোদী তাঁকে প্রাণহানির সতর্কতা দিয়ে বলেন, ‘বেটা, এর ওপরে তারের অবস্থা ভালো নয়। প্লিজ তুমি নিচে নেমে এসো।’ তখন কিশোরীকে দেখা যায় ওপর দিকে সোজা নরেন্দ্র মোদীর দিকে হাত নাড়তে। 



অবশেষে মোদী তাঁকে আশ্বাস দিয়ে বলেন, ‘আমি তোমার কথা শুনব। তুমি দয়া করে নিচে নেমে এসো।’ তাঁর সঙ্গে আঞ্চলিক ভাষায় ক্রমাগত কিশোরীকে অনুরোধ করে যেতে শোনা যায় মাদিগা নেতা  মন্দা কৃষ্ণ-কেও। অবশেষে কিশোরী নিচে নেমে আসে। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নরেন্দ্র মোদীর (Narendra Modi) জনসচেতনতা সম্পর্কে সাধুবাদ জানিয়েছেন তাঁর সমর্থকরা। 

 


আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Indigo Flights: যাত্রীদের ৬১০ কোটি টাকা ফেরত দিল ইন্ডিগো! কড়া নজর রাখছে কেন্দ্র
জম্মু ও কাশ্মীরে বড় সাফল্য নিরাপত্তারক্ষীদের, ডোডা জেলায় সন্ধান অস্ত্রভাণ্ডারের