
দেড় বছরে ১০ লক্ষ কর্মসংস্থানের প্রতিশ্রুতি রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই কর্মসংস্থানে নিয়োগের হালহকিকত নিয়ে এবার খোঁজ নেবেন তিনি। এমনই বার্তা প্রধানমন্ত্রীর দফতর থেকে টুইটারে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর দফতর থেকে করা এই টুইট বার্তায় জানানো হয়েছে, 'সমস্ত দফতর এবং মন্ত্রকে মানব সম্পদের জোগান কোন অবস্থায় রয়েছে তা পর্যালোচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেড় বছরে অন্তত ১০ লক্ষ সরকারি চাকরির লক্ষমাত্রা রেখেছে সরকার।'