বাপ্পি লাহিড়ির প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

রাত ১১টার দিকে বাপ্পি চিকিৎসাধীন ছিলেন। গত বছর বাপ্পি দাও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। বাপ্পি লাহিড়ির মৃত্যুতে শোক প্রকাশ করে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

সংগীত জগতে একের পর এক বড় ধাক্কা। প্রথমে দীর্ঘ অসুস্থতার পর 6 ফেব্রুয়ারি লতা মঙ্গেশকর প্রয়াত হন, সেই শোক সামলে উঠতে না উঠতেই মুম্বাইয়ের ক্রিটি কেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাপ্পি। বাপ্পি লাহিড়ির বয়স ৬৯ বছর। বলা হচ্ছে রাত ১১টার দিকে বাপ্পি চিকিৎসাধীন ছিলেন। গত বছর বাপ্পি দাও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

বাপ্পি লাহিড়ির মৃত্যুতে শোক প্রকাশ করে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, তার মৃত্যু সংবাদে আমি গভীরভাবে শোকাহত। তার প্রাণবন্ত প্রকৃতি সবার মনে থাকবে। তার পরিবার ও ভক্তদের প্রতি সমবেদনা।

হাসপাতাল সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বাপ্পি লাহিড়ী অনেক দিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন যার কারণে গত রাতে তিনি মারা যান। প্রায় এক মাস হাসপাতালে ভর্তি থাকার পর তার স্বাস্থ্যের উন্নতি দেখে গত সোমবার তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু মঙ্গলবার তার স্বাস্থ্যের অবনতি হলে তাকে আবারও ভর্তি করা হয়, যেখানে তাকে OSA (অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া) ধরা পড়ে। তারপরেই সব শেষ।

বাপ্পি লাহিড়িকে বলিউডের প্রথম রক স্টার গায়কও বলা হয়। তিনি পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে ১৯৫২ সালের ১৭ নভেম্বর জন্মগ্রহণ করেন। বাপ্পি লাহিড়ির দুই সন্তান রয়েছে। পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, বাপ্পি লাহিড়ি বহু স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার তিনি সকলকে বিদায় জানিয়েছেন, যা নিশ্চিত করেছেন হাসপাতালের চিকিৎসকরা। কিংবদন্তি গায়ক ও সুরকার বাপ্পি লাহিড়ির মৃত্যুর খবর তার ভক্ত ও চলচ্চিত্র শিল্পসহ সবাইকে হতবাক করেছে। তাঁর মৃত্যুতে শিল্পী জগৎ থেকে রাজনৈতিক মহলেও নেমে এসেছে শোকের ছাঁয়া।

Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury