প্রধানমন্ত্রী মোদীর হাত ধরে শুরু কিষাণ ড্রোন যাত্রা, বললেন এটি রোজগারের নতুন দীগন্ত

তামিলনাড়ু, আসম, রাজস্থানসহ দেশের একাধিক দেশে ড্রোনযাত্রা শুরু হয়েছে। এদিন প্রধানমন্ত্রী বলেন নীতি যদি ঠিক হয় তাহলে দেশ কতটা উন্নতি করতে পারে তা প্রমাণ করছে এই দিন। কিন্তু কিছু দিন আগে পর্যন্ত এই দেশে ড্রোন তেমনভাবে পরিচিত ছিল না। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) সূচনা করলেন 'কিষাণ ড্রোন যাত্রা' (Kisan drone Yatra)। এবার থেকে কৃষকরা কৃষিকাজে সাহায্য পাবেন ড্রোনের (Farmer)। চলতি বাটেজেও এই উদ্যোগের কথা বলা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১০০টি কিষাণ ড্রোন চালু করেছেন। কেন্দ্রীয় সককারের দেওয়া তথ্যে বলা হয়েছে কৃষি কাজে প্রথম ড্রোনের ব্যবহার শুরু হয়েছিল পঞ্জাবে। পরবর্তীকালে উত্তর গোয়াতেই ড্রোনের সাহায্যে নেওয়া শুরু করেন কৃষকরা। এদিন প্রধানমন্ত্রী কিষাণ ড্রোন যাত্রার সূচনা করে বলেন দেশের কৃষি কাজে উন্নতির জন্য একটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। 

তামিলনাড়ু, আসম, রাজস্থানসহ দেশের একাধিক দেশে ড্রোনযাত্রা শুরু হয়েছে। এদিন প্রধানমন্ত্রী বলেন নীতি যদি ঠিক হয় তাহলে দেশ কতটা উন্নতি করতে পারে তা প্রমাণ করছে এই দিন। কিন্তু কিছু দিন আগে পর্যন্ত এই দেশে ড্রোন তেমনভাবে পরিচিত ছিল না। দেশের মানুষ মনে করতেন ড্রোন শুধুমাত্র যুদ্ধের কাজেই লাগে। তিনি বলেন আধুনিক কৃষির শুরু হচ্ছে এই ড্রোনর জন্য। আগামী দিনে ড্রোনের মাধ্যে কৃষি ক্ষেত্রে যথেষ্ট উন্নতি করতে। তিনি আরও বলেন গড়ুর এরোস্পেশ আগামী দিনে ১ লক্ষ ড্রোন বানানোর পরিকল্পনা নিয়েছে। সংস্থার এই উদ্যোগে দেশের প্রচুর মানুষ কাজের সুযোগ পাবেন। 

Latest Videos

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন দেশ বর্তমানে আজাদি কা অমৃত মহোৎসব পালন করছে। তাই এই সময় দেশবাসীর কাছে অত্যান্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এই সময়টা ভারতের তরুণদের সময়। গত কয়েক বছর ধরে দেশের যে উন্নতি হয়েছে তা আদতে লাভ হয়েছে দেশের তরুণ প্রজন্মের। তিনি বলেন তাঁদের সরকার তরুণদের ওপর ভরসা রেখেছে। আর নতুন নতুন নীতিগুলির ওপর ভরসা রেখে এগিয়ে গেছে। তিনি বলেন তাতেই যে দেশের উন্নয়ন হচ্ছে তার প্রমাণ দিয়েছেন ড্রোন। কথা প্রসঙ্গে তিনি বিটিং রিট্রিট অনুষ্ঠানের কথা বলেন। সেই সময় ১০০০ ড্রোন অংশ নিয়েছিল। 

প্রধানমন্ত্রী মোদী বলেন, স্বামীত্ব  যোজনার  মাধ্যমে গ্রামে ড্রোনের মাধ্যমে জমি আর ঘরের সীমারেখা টানার কাজ চলছে। ড্রোনের মাধ্যমে ওধুষ টিকা পৌঁছে দিচ্ছেন প্রত্যন্ত এলাকা। চাষের কাজেও ড্রোন ব্যবহার করছে কৃষকরা। কারণ কৃষকরা ড্রোনের মাধ্যমে সার আর কীটনাশনক দিয়েছে কৃষকরা। ড্রোনের মাধ্যমে রোজগারের নতুন দীগন্ত খুলে যাবে। তিনি ড্রোন প্রস্তুতকারক সংস্থাগুলিকেই ধন্যবাদ জানিয়েছেন। 

মোয়া থেকে আম, এবার স্থানীয় ব্যবসায়ীদের পাশে দাঁড়াল পূর্ব রেল
চিত্রাকে ব্যাগ গুছিয়ে রাখতে বলেছিলেন 'হিমালয়ের যোগী', দিয়েছিলেন উপহার
ভোটের আগে বিপাকে কেজরিওয়াল, চন্নির অনুরোধে তদন্তের আশ্বাস অমিত শাহের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia