ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের 'ত্রাতা' হতে চলেছে এয়ার ইন্ডিয়া

এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে এদিন ঘোষণা করা হয়েছে, উইক্রেনে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করার জন্য চলতি মাসে তিনটি বিমান চালাবে টাটা সংস্থা।

করোনাভাইরাসের সংক্রমণের সময় ভারতের হাতে ছিল এয়ার ইন্ডিয়া (Air India)। সেই সময় ভারত বন্দে ভারত মিশন (Vande Bharat Mission) চালু করে বিদেশে আটতে পড়া ভারতীয় পড়ুয়া বা নাগরিকদের উদ্ধার কের দেশে ফিরিয়ে এনে এক অন্যতম নজির তৈরি করেছিল। কিন্তু সেই এয়ার ইন্ডিয়ার বেসরকারীকরণ হয়েছে। তাই ভারতের হাতে আর কোনও বিমান সংস্থা নেই। তাই রাশিয়া-ইউক্রেন সংকটের (Ukraine- Russia Crisis) সময় সেদেশে আটকে পড়া ভারতীয় নাগরিকদের বা পডুয়াদের উদ্ধার করতে তৎপর হলেও সমস্যা সমাধানে তেমন সুরাহা করতে পারেনি ভারত। কিন্তু এই অবস্থায় আবারও এগিয়ে এল সম্প্রতি টাটা কোম্পানির হাতে চলে যাওয়া এয়ার ইন্ডিয়া। এই সমস্থাই ইউক্রেনে আকটে পড়া ভারতীয়ের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হতে চলেছে। 

এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে এদিন ঘোষণা করা হয়েছে, উইক্রেনে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করার জন্য চলতি মাসে তিনটি বিমান চালাবে টাটা সংস্থা। আগামী ২২, ২৪, ২৬ ফেব্রুয়ারি বিমানগুলি চালান হবে। ইউক্রেনের বৃহত্তম বিমানবন্দর বরিসপিল আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই বিমানগুলি পরিচালনা করা হবে।  কেন্দ্রীয় সরকার বিমান চালাবে না এই ঘোষণার একদিন পরেই এয়ার ইন্ডিয়া জানিয়েছে তারাই আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করবে। 

Latest Videos

প্রাক্তন সোভিয়েত দেশটি প্রতিবেশী রাশিয়ার হুমকির মুখে দাঁড়িয়ে রয়েছে। যেকোনও সময়ই রাশিয়া ইউক্রেন আক্রমণ করতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে ভারতেও আগাম জানিয়ে দিয়েছে ভারতীয় নাগরিক বিশেষ করে পডুয়াদের ইউক্রেন ছাড়তে। 

তবে বুধবার ইউক্রেনে অবস্থায় ভারতীয় নাগরিকরা বিমানের টিকিট না পেয়ে রীতিমত আশঙ্কা প্রকাশ করেন। তারই মধ্যে ভারতীয় দূতাবাস জানিয়েছিল ইউক্রেনে কোনও বিমান চালান হবে না। যা ইউক্রেনে অবস্থিত ভারতীয় নাগরিকদের আশঙ্কা আরও বাড়িয়ে দিয়েছিল। তারপরই সাহায্য়ের জন্য আবেদন জানান হয়েছিল এয়ার ইন্ডিয়ার কাছে। তারই পরিপ্রেক্ষিতে টাটা গ্রুপ জানিয়েছে ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করতে তিনটি বিমান চালাবে। 

আগেই বেসামরিক বিমান পরিবহণ সংস্থার এক কর্মকর্তা জানিয়েছিলেন, ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করতে বিমান চালান হবে। চাটার্ড বিমান চালানো হতে পারে বলেও জানিয়েছে। তারপরই মন্ত্রক বিমান ও আসন সংখ্যার কথা সরিয়ে দিয়েছিল সোশ্যাল মিডিয়ায় থেকে। কিন্তু এই অবস্থায় আতঙ্কিত নাগরিকরা ইউক্রেন ছাড়ার জন্য মরিয়া। বেড়েছে টিকিটের চাহিদাও। এই পরিস্থিতিতে এগিয়ে আসে টাটা গ্রুপের এয়ার ইন্ডিয়া।  

ভারতের প্রতিটি মানুষই করোনা যোদ্ধা, বললেন বিশিষ্ট চিকিৎসক

১০০টি জেলার সমস্ত ঘরেই কলের জলে, জল জীবন মিশন প্রকল্পে সাফল্য

Share this article
click me!

Latest Videos

Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
টাকা 'হজম' করার আগেই ধরে ফেলে খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | Awas Yojana
ভাটপাড়ায় প্রোমোটারের 'দাদাগিরি', আতঙ্কে জমির মালিক, কি বলছে পুরসভা! দেখুন | Bhatpara News
'আমি মারা গেলে আমার যেন স্ট্যাচু না হয়' দলের উদ্দেশ্যে বার্তা মমতার
‘সবরমতি রিপোর্ট’ দেখলেন বিজেপির হেভিওয়েটরা! দেখুন কী বার্তা দিলেন সিনেমার ব্যপারে | Sabarmati Report