PM MODI: জি২০ শীর্ষ সম্মেলনে PMO কর্মী আধিকারিকদের অভিজ্ঞতা শুনলেন মোদী, দেখুন ভিডিও

৯ ও ১০ সেপ্টেম্বর ভারত মণ্ডপে জি২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠীত হয়েছিল। বিশ্বেহর ২৯টি দেশের রাষ্ট্রপ্রধানরা এই সম্মেলনে যোগ দিয়েছিলেন। সেই সম্মেলনে দায়িত্বপ্রাপ্ত কর্মী ও আধিকারিকদের সঙ্গে কথা বলেন।

 

জি২০ শীর্ষ সম্মেলনে সফল ভারত। গোটা বিশ্ব ভারতের প্রশংসায় পঞ্চমুখ। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিষয়ে যথেষ্ট উদ্যোগী। কারণ আগামী দিনে এজাতীয় বিশাল সম্মেলন আয়োজনে পরবর্তী প্রজন্মকে যাতে কোনও সমস্যায় পড়তে না হয় তার জন্য তিনি শনিবার জি২০ শীর্ষ সম্মেলনে দায়িত্বপ্রাপ্ত কর্মী ও আধিকারিকদের সঙ্গে কথা বলেন। তাদের অভিজ্ঞতার কথা শোনেন। পাশাপাশি নিজের অভিজ্ঞতার কথাও শেয়ার করেন। প্রধামমন্ত্রী মূলত প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা ও কর্মীদের সঙ্গে কথা বলেন। তাদের ধন্যবাদ জানিয়েছেন। নিরাপত্তা ব্যবস্থা, ড্রাইভিং এবং অন্যান্য ব্যবস্থায় দায়িত্বপ্রাপ্ত কর্মীদের সঙ্গে কথা বলেন।

৯ ও ১০ সেপ্টেম্বর ভারত মণ্ডপে জি২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠীত হয়েছিল। বিশ্বেহর ২৯টি দেশের রাষ্ট্রপ্রধানরা এই সম্মেলনে যোগ দিয়েছিলেন। সেই সম্মেলনে দায়িত্বপ্রাপ্ত কর্মী ও আধিকারিকদের সঙ্গে কথা বলেন।

Latest Videos

জি২০ এর জন্য কয়েক ডজন ড্রাইভারকে ডিউটিতে মোতায়েন করা হয়েছিল। এই চালকদের দায়িত্ব ছিল দুই থেকে তিন দিনের জন্য বিশ্বের সব দেশের রাষ্ট্রপ্রধান, তাদের কূটনৈতিক দল এবং অন্যদের তাদের গন্তব্যে নিয়ে যাওয়ার । সংশ্লিষ্ট চালকদের একাংশ প্রধানমন্ত্রীকে জানিয়েছেন, রাষ্ট্রপ্রধানদের জন্য তাঁরা কীভাবে তাঁদের বাঁ হাতে গাড়ি চালানো শিখতে হয়েছিল।

জি২০ এর নিরাপত্তার দায়িত্বে থাকা এক পরিদর্শক জানিয়েছেন, তিনি ডিউটিতে থাকার সময়ে জানতে পেরেছিলেন তাঁর মা হৃদরোগে আক্রান্ত হয়েছেন। এই ঘটনা ৯ সেপ্টেম্বর, অর্থাৎ শীর্ষ সম্মেলনের প্রথম দিনেই। কিন্তু দায়িত্ব ছেড়ে তিনি যাননি। তবে একবার তাঁর মনে হয়েছিল তিনি দেশের সেবা করবেন না মায়ের সেবা করবে। কিন্তু একটা সময় নিজেই সিদ্ধান্ত নেন তিনি দেশের সেবাই করবেন। এই কথা শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন প্রধানমন্ত্রী মোদী। তিনি নিরাপত্তা কর্মীর প্রশংসা করেন। তাঁকে স্যালুটও করেন।

ভারত মণ্ডপে একটি সংস্কৃতি করিডোর তৈরি করা হয়েছিল যেখানে বিশ্ব নেতারা শীর্ষ সম্মেলনের জন্য জড়ো হয়েছিল। কালচার করিডোরে ২৯টি দেশের সাংস্কৃতিক ঐতিহ্য প্রদর্শন করা হয়েছিল। প্রায় তিন হাজার বর্গফুটে তৈরি করা হয়েছে কালচার করিডোর। দেখুন কোন কোন দেশের ঐতিহ্য প্রদর্শন করা হয়েছে

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari