PM Modi President Murmu: রাষ্ট্রপতি ভবনে হঠাৎ হাজির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কী কথা হল দুজনের মধ্যে?

Published : Sep 07, 2025, 01:49 AM IST
PM Modi President Murmu

সংক্ষিপ্ত

PM Modi President Murmu: এক্স হ্যান্ডেলে সেই বৈঠকের ছবি প্রকাশ করেন খোদ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নিজেই। তবে তাদের মধ্যে ঠিক কোন কোন বিষয়ে হয়েছে, সেই সম্পর্কে স্পষ্টভাবে কিছু জানা যায়নি। 

PM Modi President Murmu: ঝটিকা সফরে প্রধানমন্ত্রী। শনিবার, হটাৎই রাষ্ট্রপতি ভবনে গিয়ে দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একজন দেশনায়ক হিসেবে আবারও যেন সৌজন্যের নিদর্শন রাখলেন তিনি। 

ভারত-মার্কিন কূটনৈতিক সম্পর্কের দোলাচল

এক্স হ্যান্ডেলে সেই বৈঠকের ছবি প্রকাশ করেন খোদ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নিজেই। তবে তাদের মধ্যে ঠিক কোন কোন বিষয়ে হয়েছে, সেই সম্পর্কে স্পষ্টভাবে কিছু জানা যায়নি। অনেকের ধারণা, প্রধানমন্ত্রীর চিন সফর এবং ভারত-মার্কিন কূটনৈতিক সম্পর্কের দোলাচল প্রসঙ্গে এই বৈঠক হতে পারে। 

 

 

উল্লেখ্য, জাপান এবং চিন সফর শেষ করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চিন সফরে এসসিও বৈঠকে যোগ দিয়ে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক ফ্রেমে দাঁড়িয়ে ছবিও তোলেন মোদী। এরপর থেকেই অনেকে মনে করতে শুরু করেছেন, আসলে আমেরিকার বিরুদ্ধে জোর টক্কর দিতেই তৈরি হচ্ছে এই ভারত-রাশিয়া-চিনের নতুন জুটি। 

উদ্বেগ অনেকটাই বাড়িয়ে দিয়েছে

যে ছবি নিঃসন্দেহে উদ্বেগ অনেকটাই বাড়িয়ে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তাই হয়ত তিনি বলতে বাধ্য হলেন, "আমার মনে হয় না যে, আমরা ভারতকে হারিয়ে ফেলেছি। তবে আমি খুব হতাশ, কারণ ভারত এবার রাশিয়ার থেকে তেল কিনছে। এটা আমি তাদেরকে বলেওছি। ভারতের উপর আমরা ৫০% শুল্ক চাপিয়েছি। হ্যাঁ, এটা খুবই বড় শুল্ক। তবে নরেন্দ্র মোদী আমার খুবই ভালো একজন বন্ধু। কয়েকমাস আগে তিনি আমাদের এখানে এসেছিলেন। তারপর আমরা রোজ গার্ডেনে সাংবাদিক সম্মেলন করেছিলাম।” 

পাল্টা নরেন্দ্র মোদী আবার এক্স হ্যান্ডলে লেখেন, “মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুভূতি এবং আমাদের সম্পর্ক নিয়ে ওনার ইতিবাচক মন্তব্যকে প্রশংসা করছি। ভারত এবং আমেরিকার মধ্যে অত্যন্ত ইতিবাচক, ভবিষ্যৎমুখী এবং কৌশলগত পার্টনারশিপ রয়েছে।"

আর এইসবকিছুর মাঝেই এবার শনিবার, হটাৎই রাষ্ট্রপতি ভবনে গিয়ে দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

LIVE NEWS UPDATE: শীতে জুবুথুবু বঙ্গ, একধাক্কায় কলকাতায় পারদ পতন ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস- আরও ঠান্ডার পূর্বাভাস
পুতিনকে দেওয়া মোদীর ৬টি উপহার দেখুন ছবিতে, তালিকায় রয়েছে বাংলার বিখ্যাত এই জিনিসটি