মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোন মোদীকে, জানাল প্রধানমন্ত্রীর দফতর

সংক্ষিপ্ত

২০ জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদ শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। তারপরই বিভিন্ন রাষ্ট্রনেতাদের সঙ্গে কথাবার্তা শুরু করেছেন তিনি।

 

মার্কিন প্রেসিডেন্ট (USA) ডোনাল্ট ট্রাম্পের (Donald Trump)সঙ্গে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। প্রধানমন্ত্রী দফতর সূত্রের খবর, মোদীকে ফোন করেছিলেন ট্রাম্প। নতুন দ্বিপাক্ষিক কূটনৈতিক আলোচনার সূচনা করেছেন মার্কিন রাষ্ট্রপতি। এমনতেই মার্কিন রাষ্ট্রপতির সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী সুন্দর সম্পর্ক ছিল। ট্রাম্পের আমন্ত্রণে মোদী মার্কিন সফর করেছিলেন । আর মোদীর নিমন্ত্রণে ট্রাম্প ভারত সফরে এসেছিলেন।

২০ জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদ শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। তারপরই বিভিন্ন রাষ্ট্রনেতাদের সঙ্গে কথাবার্তা শুরু করেছেন তিনি। সেই সূত্রেরই তিনি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে নরেন্দ্র মোদীর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। গত ৭ নভেম্বর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাাম্পের জয়ের পরে তাঁকে ফোন করে অভিবাদন জানিয়েছিলেন মোদী। সোশ্যাল মিডিয়ায় মোদী লিখেছিলেন, 'আমার বন্ধু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দুর্দান্ত কথোপকথন হল। অসাধারণ জয়ের জন্য তাঁকে অভিনন্দন। প্রযুক্তি প্রতিরক্ষ, শক্তি, মহাকাশ ও অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে ভারত - আমেরিকার সম্পর্ক আরও জোরদার করার জন্য আবার একসঙ্গে কাজ করতে উন্মুখ।'

Latest Videos

এর আগে ২০১৬-২০ সাল পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই সময় তিনি বারবারই মোদীকে বন্ধু বলেছিলেন। ২০১৯-এর সেপ্টেম্বরে টেক্সাসের হিউস্টনে ছিল হাউডি মোদী সভা। সেখানে প্রায় ৫০ হাজার ভারতীয় বংশোদ্ভূত ও প্রবাসী ভারতীয়ের সামনে কূটনীতির বেড়া টপকে ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্লোগান দিয়েছিলেন মোদী। বলেছিলেন, ট্রাম্পের নেতৃত্বগুণ, আমেরিকাকে নিয়ে ওঁর আবেগ, দেশের নাগরিকদের জন্য ওঁর উদ্বেগ এবং আমেরিকাকে ফের মহান করে তোলার জন্য ওঁর মনের তাগিদ আমাকে অনুপ্রাণিত করে। ২০২০-র ফেব্রুয়ারিতে দু’দিনের ভারত সফরে এসে গুজরাতের মোতেরায় মোদীর নামাঙ্কিত পুনর্নির্মিত ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধনে গিয়েছিলেন ট্রাম্প এবং তৎকালীন ফার্স্ট লেডি মেলানিয়া। সেখানে লক্ষাধিক মানুষের জমায়েতে মোদী দাবি করেছিলেন, তিনি এবং ট্রাম্প মিলে নয়াদিল্লি-ওয়াশিংটন সম্পর্ককে নতুন উচ্চতায় পৌঁছে দেবেন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'বিরোধীরা এখনও পাকিস্তানের দোষ দেখতে পারছে না', গর্জে উঠলেন Sehzad Poonawalla
বিলাবল ভুট্টোর মুখে ঝামা ঘষে দিলেন জিডি বক্সী | GD Bakshi on Bilawal Bhutto | Kashmir Attack News