শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠল মণিপুর সীমান্ত, বিক্ষোভ স্থানীয়দের

মণিপুরে শক্তিশালী বিস্ফোরণ
বিস্ফোরণে কেঁপে উঠল মোরহে শহর
বাজার এলাকায় বিস্ফোরণ
গত ৭ দিনে ৩ নম্বর বিস্ফোরণ

 শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠল মণিপুরের সীমান্ত শহর মোরহে।  শুক্রবার রাত আটটা নাগাদ এই বিস্ফোরণের খবর পাওয়া যায়। বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের হলেও এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। এর আগে গত ৫ এবং ৭ তারখিও মোরহে শহর থেকে দুটি বোমা উদ্ধার করা হয়। পরে বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়। 

বিস্ফোরণের খবর  পাওয়ার পরই এলাকায় চাপা আতঙ্ক তৈরি হয়। গত ৫ অক্টোবর থেকে এদিন পর্যন্ত এটি তৃতীয় বস্ফোরণ বলে জানাচ্ছেন স্থানীয়রা। যদিও বস্ফোরণে হতাহতের কোনও খবর নেই। বস্ফোরণের দায়ও কেউ স্বীকার করেনি। ধারাবাহিক বস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে।

Latest Videos

সীমান্ত শহর মোরহে দিয়ে দীর্ঘদিন ধরে মায়ানমারের সঙ্গে বাণিজ্য চলছে ভারতের। একের পর এক বোমা উদ্ধার ও বস্ফোরণের ঘটনায় স্বভাবতই ক্ষুব্ধ স্থানীয়রা। শুক্রবার রাত থেকেই তাই বনধের ডাক দিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ৪৩ অসম রাইফেলসের ইন্সপেক্টরের বাড়ির সামনে পাথর ছোড়ে কয়েকজন বিক্ষোভকারী। প্রতিবাদের অংশ হিসাবে রাস্তার উপর টায়ার পোড়ানো হয়।

এদিকে স্থানীয়দের বিক্ষোভের ঘটনার জেরে ইম্ফল যাওয়ার পথে আটকে পড়েছেন বহু পর্যটক।  
 

Share this article
click me!

Latest Videos

‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News