গান্ধীর দেখানো পথে হাঁটবেন, পাল্টে দেবেন বিহারকে-নয়া দাবি নিয়ে আসরে প্রশান্ত কিশোর

নতুন রাজনৈতিক দল গঠনের জল্পনাকে কার্যত উড়িয়ে দিয়েছে কিশোর। তাঁর দাবি আগে মানুষের মন বুঝতে চান তিনি। সেই কাজই নাকি করবে তাঁর তৈরি নয়া প্ল্যাটফর্ম জন সূরজ।

আগে মানুষ-তারপর রাজনীতি। আপাতত নতুন রাজনৈতিক দল ঘোষণা না করে মানুষের মন বুঝতে উদ্যোগ নিয়েছেন নির্বাচন কৌশলী প্রশান্ত কিশোর। তাঁর নিজের রাজ্য বিহার থেকেই সেই উদ্যোগের শুরু করতে চলেছেন তিনি। বিহারকে সুশাসন দেওয়া তাঁর অঙ্গীকার-এই প্রতিশ্রুতি দিয়ে তৈরি করছেন জন সূরজ। জন সূরজ নামের এই প্ল্যাটফর্ম নাকি বদলে দেবে বিহারকে, এমনই আশা রাখছেন তিনি। ইতিমধ্যেই জন সূরজে যোগ দেওয়ার জন্য ১৮ হাজার মানুষকে তিনি পাশে পেয়েছেন বলে দাবি করছেন প্রশান্ত কিশোর।

নতুন রাজনৈতিক দল গঠনের জল্পনাকে কার্যত উড়িয়ে দিয়েছে কিশোর। তাঁর দাবি আগে মানুষের মন বুঝতে চান তিনি। সেই কাজই নাকি করবে তাঁর তৈরি নয়া প্ল্যাটফর্ম জন সূরজ। এই কাজে তাঁর অনুপ্রেরণা জাতির জনক মহাত্মা গান্ধী। গান্ধীর সর্বোত্তম রাজনীতিই সঠিক পদক্ষেপের ধারণা নিয়ে এগোচ্ছেন তিনি। 

Latest Videos

রাজনৈতিক পরামর্শদাতা IPAC -এর প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং তাঁর চির প্রতিদ্বন্দ্বী লালু প্রসাদ উভয়ের সাথেই কাজ করেছেন, গত তিন দশকে সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে এই দুই নেতাকে নানা সাফল্যের মুখ দেখিয়েছেন। 

এবার নয়া রাজনৈতিক খেলায় নেমেছেন রাজনৈতিক কৌশলী প্রশান্ত কিশোর। তাঁর দাবি সরকার গড়তে নয়, মানুষের মন বুঝতে চান তিনি। সাধারণ মানুষ কি চান, সেই বিষয়ে আগে জানতে চান প্রশান্ত কিশোর। সেই লক্ষ্যেই বিহারের চম্পারন থেকে তিন হাজার কিলো মিটার পদযাত্রা করবেন প্রশান্ত কিশোর। 

এই ঘোষণার পরেই বৃহস্পতিবার অর্থাৎ পাঁচই মে একটি টুইট করেন প্রশান্ত কিশোর। তিনি লেখেন "go to the Real Masters".... "to better understand the issues and path to-Peoples Good Governance"। প্রশান্ত কিশোর জানিয়েছেন তিনি যা করবেন তা বিহারের মানুষের ভালোর জন্য। বিহারের প্রতি তার সব কাজ উৎসর্গকৃত হবে। দোসরা অক্টোবর চম্পারন থেকে তিন হাজার কিমি পদযাত্রা করবেন বলে জানিয়েছেন প্রশান্ত কিশোর। 

দোসরা মে প্রশান্ত কিশোরের টুইট ঘিরে ছড়িয়ে ছিল জল্পনা। মনে করা হচ্ছিল এবার নিজের রাজনৈতিক দল ঘোষণা করতে পারেন তিনি। টুইটে পিকে লিখেছিলেন 'গণতন্ত্রের তাৎপর্যের অংশ হয়ে ওঠার পথে আমার যে অণ্বেষণ, তা ১০ বছর ধরে চলল। তবে এবার সরাসরি প্রকৃত ইশ্বর অর্থাৎ জনতা জনার্দনের দরবারে যাওয়ার সময় এসেছে। গণতন্ত্রকে আরও কাছ থেকে বোঝার সময় এসেছে।' সরাসরি কোনও রাজনৈতিক দলের ঘোষণা না করলে ওই টুইটে একটি নাম জানিয়েছেন পিকে। জন সূরজ, যার বাংলা অর্থ জনতার সূর্য। পিকে জন সূরজ বলতে বুঝিয়েছেন, পিপলস গুড গর্ভ্যান্স অর্থাৎ মানুষের সুশাসন। 

বেলজিয়ামের চকোলেট থেকে ছড়াচ্ছে সংক্রামক রোগ, সাবধান করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ডিজিটাল পেমেন্টের সাফল্য নিয়ে জার্মানিতে দাঁড়িয়ে কংগ্রেসের সমালোচনা, যুদ্ধের বিরোধিতা করলেন মোদী

প্রস্রাব থেরাপি বিতেলের যুবকের যৌবন ধরে রাখার চাবিকাঠি, এক গ্লাস মূত্র বাড়িয়ে দেয় রূপের লাবণ্য

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

সনাতনীদের বিশাল মিছিল! Bangladesh-এ চিন্ময় প্রভুর মুক্তির দাবীতে Kolkata উত্তাল |Chinmoy Krishna Das
এটিএম লুঠের ছক ভেস্তে দিলো পুলিশ! ভীন রাজ্যের যোগ, চাঞ্চল্য New Barrackpore-এ | North 24 Parganas
কেন বিধানসভা থেকে ওয়াক আউট BJP-র? দেখুন কী বলছেন Suvendu Adhikari
Suvendu Adhikari : বাংলাদেশের ইউনূসকে যা বলল শুভেন্দু! #shorts #suvenduadhikari #bangladeshcrisis
‘Yunus সাহেবের আদৌ মেরুদণ্ড সোজা আছে কিনা সন্দেহ!’ Sukanta-র ঝাঁঝালো তোপ ইউনূসকে | Sukanta M