ভারতে দুধ ও আমূল সমার্থক। সারা দেশে সবচেয়ে জনপ্রিয় ডেয়ারি ব্র্যান্ড আমূল। এবার এই সংস্থার পক্ষ থেকে সারা দেশে দুধের দাম কমানোর কথা ঘোষণা করা হল।
দাম বাড়ানোর ৭ পর দেশজুড়ে দুধের দাম কমানোর কথা ঘোষণা করল আমূল। ২০২৪ সালের জুনে শেষবার আমূল দুধের দাম বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছিল। এবার আমূলের সবচেয়ে জনপ্রিয় তিন ব্র্যান্ড আমূল গোল্ড, আমূল তাজা ও আমূল টি স্পেশাল দুধের দাম প্রতি লিটারে এক টাকা করে কমানো হল। ফলে প্রতি লিটার আমূল গোল্ড দুধের দাম এখন ৬৫ টাকা। প্রতি লিটার আমূল টি স্পেশাল দুধের দাম ৬১ টাকা এবং আমূল তাজা দুধের দাম প্রতি লিটারে ৫৩ টাকা। গত জুনে প্রতি লিটারে ২ টাকা করে দুধের দাম বাড়িয়েছিল আমূল। এবার প্রতি লিটারে এক টাকা করে দুধের দাম কমানো হল।
দুধের দাম কমায় স্বস্তিতে সারা দেশ
সারা দেশের মানুষেরই প্রতিদিন দুধ প্রয়োজন হয়। খাওয়া, রান্নায় ব্যবহার, পুজোর জন্য দুধ দরকার। এই কারণে আমূল দুধের দাম কমায় সারা দেশের মানুষই খুশি। আমূলের তিন ব্র্যান্ডের দুধের দাম কমানোর কথা ঘোষণা করেছেন গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশনের ম্যানেজিং ডিরেক্টর জয়েন মেহতা। এই সংস্থাই আমূল নামে দুধ ও দুগ্ধজাত পণ্য বিক্রি করে। ২০২৪ সালের জুনের পর প্রথমবার দুধের দাম বাড়ানো বা কমানোর কথা ঘোষণা করল আমূল।
দুধ উৎপাদনে এগিয়ে বাংলা
গত মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 'এক্স' হ্যান্ডলে লিখেছেন, ‘এটা জেনে আমার খুব আনন্দ হচ্ছে যে পশ্চিমবঙ্গ প্রাণীজ সম্পদ উৎপাদনের ক্ষেত্রে দেশের সেরা রাজ্য হয়ে উঠেছে। বড় রাজ্য উত্তরপ্রদেশকেও ছাপিয়ে গিয়েছে বাংলা। কেন্দ্রীয় সরকার এই স্বীকৃতি দিয়েছে। বাংলার প্রশংসা করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রকাশ করা জাতীয় পশুপালন পরিসংখ্যান ২০২৪ অনুযায়ী, বাংলা এখন সারা দেশে সবচেয়ে বেশি মাংস উৎপাদনকারী রাজ্য। সারা দেশের মধ্যে বাংলায় ১২.৬২ শতাংশ মাংস উৎপাদন করা হচ্ছে। দুধ উৎপাদনের ক্ষেত্রে সর্বোচ্চ জাতীয় উন্নতির হার পশ্চিমবঙ্গের। জাতীয় গড় ৩.৭৮ শতাংশ হলেও, বাংলার দুধ উৎপাদনের হার ৯.৭৬। পোলট্রি ক্ষেত্রে ডিম উৎপাদনের ক্ষেত্রে আমাদের হার ১৮.০৮। এক্ষেত্রে জাতীয় গড় ৩.১৮ শতাংশ। এই সব সাফল্য আমাদের উদ্ভাবনী নীতি এবং কর্মসূচির প্রমাণ। এই সাফল্য আমাদের কৃষক ও উৎপাদনকারীদের শক্তির ইঙ্গিত দিচ্ছে।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
দুধ-ডিম-মাংস উৎপাদনে উত্তরপ্রদেশকে টপকে গিয়েছে বাংলা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
রোজ এক গ্লাস দুধ খেলে আর ধারে কাছে ঘেঁষবে না ক্যান্সার! কী বলছে সমীক্ষা? জেনে নিন
এক নিমেষে খালি হবে গ্লাস, এই শীতে বাচ্চাদের দিন দারুণ সুস্বাদু মশলা দুধ, জেনে নিন রেসিপি