অভিবাসী শ্রমিকদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময় বন্ধ করে দেওয়া হয়েছে ট্রেন বাসের মত গণপরিবহন ব্যবস্থা। তাদের বাড়ি ফেরার উপায় ছিল না।
সোমবার সংসদে (Parliament) ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) সরাসরি নিশানা করেন কংগ্রেসকে (Congress)। কংগ্রেসের কোভিড-১৯ নীতিরও তীব্র সমালোনচনা করেন তিনি। মঙ্গলবার তারই উত্তর দিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার সংসদে বলেছিলেন করোনাভাইরাসের (COVID-19) প্রথম তরঙ্গে (First Wave) লকডাউনের (Lockdown) সময় মুম্বইতে কংগ্রেস, দিল্লিতে আপ সরকার (AAP Govt) পরিযায়ী বা অভিবাসী শ্রমিকদের (Migrant Labour) চলে যেতে বাধ্য করেছিল। তার ফলে পঞ্জাব, উত্তর প্রদেশ আর উত্তরাখণ্ডে দ্রুত কোভিড ছড়িয়ে পড়েছিল। তারই উত্তরে প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi) বলেন প্রধানমন্ত্রী চান না দেশের গবীর ও পিছিয়ে পড়া মানুষদের দিকে কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিক।
সংসদে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী সংসদে বলেছিলেন, কোভিড-১৯এর প্রথম তরঙ্গের সঙ্গে কংগ্রেস মুম্বইয়ের অভাবাসী বা পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার জন্য বিনামূল্য বাসের ব্যবস্থা করে দিয়েছিল। দিল্লি সরকার প্রবাসী শ্রমিকদের দিল্লিতে রাখতে চায়নি। তাদের বাড়ি ফিরে যেতে বাধ্য করেছিল। তাদের বাড়ি ফেরার কারণেই দ্রুত করোনাভাইরাসের সংক্রমণ পঞ্জাব , উত্তর প্রদেশ ও উত্তরাখণ্ডের মত রাজ্যগুলিতে দ্রুত করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছিল।
পাল্টা জবাব প্রিয়াঙ্কার
প্রধানমন্ত্রী মোদীর এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। তিনি বলেছেন, এই সমস্যাগুলির জন্য দায়ি ছিলেন দেশের প্রধানমন্ত্রী। সেই সময় অভিবাসী শ্রমিকদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময় বন্ধ করে দেওয়া হয়েছে ট্রেন বাসের মত গণপরিবহন ব্যবস্থা। তাদের বাড়ি ফেরার উপায় ছিল না। তারা পায়ে হেঁটে বাড়ি ফিরছিল। তারপরই প্রিয়াঙ্কা গান্ধী বলেন, তিনি (প্রধানমন্ত্রী মোদী) কি চাননি যে কেউ তাদের সাহায্য করুক? তারপরই তিনি প্রশ্ন করেন মোদীজি কী চেয়েছিলেন।
প্রিয়াঙ্কার ভোট কটাক্ষ
এরপরই প্রিয়াঙ্কা গান্ধী ২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ উত্থাপন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেন। তিনি বলেন সেইসময় ভোট প্রচারে আসানসোলে গিয়ে প্রবল মানুষের ভিড় দেখে উচ্ছাস প্রকাশ করেন। মহামারিকালে মানুষের ভিড়কেও স্বাগত জানিয়েছিলেন তিনি। সেই সময় দেশে দৈনিক আক্রান্তের গড় ছিল ২ লক্ষ।
অরবিন্দ কেজরিওয়ালের তীর
প্রিয়াঙ্কা গান্ধীর মতই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেরজিওয়ালও নিশানা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তিনি সোশ্যাল মিডিয়া বার্তা দিয়ে বলেন প্রধানমন্ত্রী বার্তা সম্পূর্ণ মিথ্যা। দেশের মানুষ আসা করেন যারা করোনাকালে সম্যায় পড়েছিল তাদের প্রতি প্রধানমন্ত্রী সহানুভূতিশীল হবেন। জনগণের কষ্ট নিয়ে প্রধানমন্ত্রীর এজাতীয় রাজনীতি শোভা পায় না। একই সঙ্গে তিনি সংসদে প্রধানমন্ত্রীর ভাষণের একটি ক্লিপও শেয়ার করেছেন।