তাঁর মাথার দাম ছিল ২৫ লক্ষ টাকা! ছত্তিশগড় থেকে গ্রেফতার শীর্ষস্থানীয় মাওবাদী নেতা

Published : Dec 23, 2024, 10:52 PM IST
Maoist Manoj

সংক্ষিপ্ত

পুলিশ সূত্রে জানা গেছে, মাওবাদীদের তথ্য, অস্ত্রশস্ত্র এবং জিনিসপত্র জোগানের বিষয়টি দেখতেন তিনি। 

ছত্তিশগড়ের কাঙ্কের জেলা থেকে গ্রেফতার হলেন শীর্ষ মাওবাদী নেতা। তাঁর মাথার দাম ছিল ২৫ লক্ষ টাকা।

বস্তার জেলার আইজি (ইনস্পেক্টর জেনারেল) সুন্দররাজ পি জানিয়েছেন, ধৃতের নাম প্রভাকর রাও ওরফে বালুমরি নারায়ণ রাও। সিপিআই (মাওবাদী)-র দণ্ডকারণ্য স্পেশাল জ়োনাল কমিটির সদস্য ৫৭ বছর বয়সী প্রভাকর।

পুলিশ সূত্রে জানা গেছে, মাওবাদীদের তথ্য, অস্ত্রশস্ত্র এবং জিনিসপত্র জোগানের বিষয়টি দেখতেন তিনি। শীর্ষ নেতাদের সঙ্গেও তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলে অভিযোগ সামনে এসেছে।

আইজি সুন্দররাজ জানিয়েছেন, গত কয়েকদিন ধরে নিষিদ্ধ মাওবাদী সংগঠনের বস্তার ব্যুরোর সদস্য প্রভাকরের গতিবিধি নিয়ে বিভিন্ন তথ্য চলে এসেছিল পুলিশের হাতে। রবিবার, অন্তগড় থানার অধীন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে।

আপাতত প্রভাকরকে এখন জেরা করা হচ্ছে। তাঁর গ্রেফতারিকে বড় সাফল্য হিসেবেই দেখছে পুলিশ। এর ফলে বস্তার জেলায় মাওবাদী সক্রিয়তা অনেকটাই কমতে পারে বলেই তারা মনে করছে। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে, প্রভাকর আসলে তেলঙ্গানার বীরপুর গ্রামের বাসিন্দা।

তিনি গত ১৯৮৪ সালে সিপিআই (মাওবাদী)-তে যোগ দেন তিনি। গত ৪০ বছর ধরে দলের হয়ে কাজ করে যাচ্ছেন তিনি। ছত্তিশগড় সহ একাধিক জেলায় ডজন খানেক মামলা রুজু হয়েছে প্রভাকরের বিরুদ্ধে। ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং ছত্তিশগড়ের শীর্ষ মাওবাদী নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে তাঁর।

জানা গেছে, সেন্ট্রাল কমিটি সদস্য (সিসিএম) সম্পাদক গণপতির তুতো ভাই হন তিনি। সুন্দররাজ বলেছেন, প্রভাকরের স্ত্রী রাজে কাঙ্গেও অন্যতম একজন শীর্ষ মাওবাদী নেত্রী। তিনি আবার রাওঘাট এলাকার ইন-চার্জ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

8th Pay Commission কবে থেকে বাস্তবায়িত হবে? বড় আপডেট দিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক
নির্বাচনী সংস্কার নিয়ে লোকসভায় বিতর্ক, নির্বাচন কমিশনকে আক্রমণ রাহুলের