বর্ষীয়ান এই রাজনীতিকের মৃত্যুতে শোকের ছায়া জাতীয় রাজনীতিতে। বেশ কয়েকদিন ধরেই বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন মুলায়ম। গত রবিবার পরিস্থিতির অবনতি হওয়ায় রিয়ানার গুরুগ্রামের মেদান্ত হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করা হয় তাঁকে।
জাতীয় রাজনীতির পাতায় এক বর্ণময় যুগের অবসান। গুরুগ্রামের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জাতীয় রাজনীতির দ্বিতীয় 'নেতাজি'। মুলায়ম সিং যাদবের মৃত্যুতে শোকস্তব্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট করে শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী। সোমবার সকালে মুলায়ম সিং যাদবের মৃত্যুর খবর শোনা মাত্র টুইট করে মোদী লেখেন, 'মুলায়ম সিং যাদবজির প্রয়াণে আমরা গভীর ভাবে শোকাহত। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী থাকাকালীন আমার সঙ্গে বেশ কয়েকবার তাঁর সাক্ষাৎ হয়েছিল। আমি চিরকাল তাঁর মতাদর্শের প্রতি শ্রদ্ধাশীল থেকেছি। প্রয়াত নেতার পরিবারকে ও লাখ লাখ সমর্থকদের আমার সমবেদনা। ওম শান্তি।'
I had many interactions with Mulayam Singh Yadav Ji when we served as Chief Ministers of our respective states. The close association continued and I always looked forward to hearing his views. His demise pains me. Condolences to his family and lakhs of supporters. Om Shanti. pic.twitter.com/eWbJYoNfzU
Latest Videos
শোক প্রকাশ করছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। টুইট করে তিনি লিখেছেন,'জরুরি অবস্থায় দেশে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে সোচ্চার হয়েছিলেন মুলায়মজি। নিজের অনবদ্য দক্ষতা দিয়ে দশকের পর দশক ধরে জাতীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি। মুলায়মজির প্রয়াণে জাতীয় রাজনীতিতে এক অধ্যায়ের অবসান হল।'
मुलायम सिंह यादव जी अपने अद्वितीय राजनीतिक कौशल से दशकों तक राजनीति में सक्रिय रहे। आपातकाल में उन्होंने लोकतंत्र की पुनर्स्थापना के लिए बुलंद आवाज उठाई। वह सदैव एक जमीन से जुड़े जननेता के रूप में याद किए जाएँगे। उनका निधन भारतीय राजनीति के एक युग का अंत है।
উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও মুলায়ম সিং যাদবের মৃত্যুতে শোকপ্রকাশ করলেন। মুলায়ম সিং যাদবের ছেলে অখিলেশ যাদবকে ফোন করে সমবেদনা জানান যোগী।
श्री मुलायम सिंह यादव जी के निधन पर उत्तर प्रदेश सरकार तीन दिन के राजकीय शोक की घोषणा करती है।
उनका अंतिम संस्कार पूरे राजकीय सम्मान के साथ होगा।
বর্ষীয়ান এই রাজনীতিকের মৃত্যুতে শোকের ছায়া জাতীয় রাজনীতিতে। বেশ কয়েকদিন ধরেই বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন মুলায়ম। গত রবিবার পরিস্থিতির অবনতি হওয়ায় রিয়ানার গুরুগ্রামের মেদান্ত হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করা হয় তাঁকে। সেখানেই চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা চলে তাঁর। পরিবার সূত্রে জানা যাচ্ছে গত অগাস্ট থেকেই শরীর ভালো যাচ্ছিল না মুলায়মের। সেপ্টেম্বর-অক্টোবর মাসে অবস্থার আরও অবনতি হয়। দীর্ঘদিন চিকিৎসার পর ১০ অক্টোবর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন-
রাতের অন্ধকারে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে রক্তাক্ত কেরালা! প্রাণ হারালেন শিক্ষক, স্কুল পড়ুয়া সহ মোট ৯ জন
সিটি হলে একের পর এক রক্তাক্ত লাশ, মেক্সিকোতে ভয়ঙ্কর হত্যাকাণ্ডে ১৮ জনের মর্মান্তিক মৃত্যু
৬৬ জন গাম্বিয়ান শিশুর মৃত্যু! ভারতে তৈরি সর্দিকাশির সিরাপ নিয়ে এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা