ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় পীড়িত, ট্যুইট প্রধানমন্ত্রীর, শোকপ্রকাশ অমিত শাহেরও

ওড়িশার বালাসোরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বহু মানুষ। আহত হয়েছেন আরও অনেকে। এই ঘটনায় শোকপ্রকাশ করছেন সারা দেশের মানুষ।

শুক্রবার সন্ধেবেলা ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর ট্যুইট, ‘ওড়িশায় ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে আমি পীড়িত। এই শোকের সময় আমি শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানাচ্ছি। যাঁরা আহত হয়েছেন তাঁরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা বলেছি। তাঁর কাছ থেকে পরিস্থিতির বিষয়ে খোঁজ নিয়েছি। যেখানে দুর্ঘটনা ঘটেছে সেখানে উদ্ধারকার্য শুরু হয়েছে। দুর্ঘটনার কবলে পড়া ব্যক্তিদের সবরকমভাবে সাহায্য করা হচ্ছে।’ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন। তাঁর ট্যুইট, ‘ওড়িশার বালাসোরে ট্রেন দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। অন্যান্য উদ্ধারকারী দলও ঘটনাস্থলে যাচ্ছে। সবাই মিলে উদ্ধারকার্যে হাত লাগাবে। আমি শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানাচ্ছি। আহত ব্যক্তিরা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন তার জন্য প্রার্থনা করছি।’

পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এই দুর্ঘটনার খবর পেয়ে শোকপ্রকাশ করছেন। তাঁর ট্যুইট, ‘ওড়িশার বালাসোরে একটি মালগাড়ির সঙ্গে করমণ্ডল এক্সপ্রেসের সংঘর্ষের খবর পেয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন। আমি রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তাঁরা আমাকে আশ্বাস দিয়েছেন, উদ্ধারকার্য চালানো হচ্ছে। ওড়িশা সরকার সবরকমভাবে সহযোগিতা করছে। ঈশ্বরের কাছে আমার প্রার্থনা, ভারতীয় রেল ও ওড়িশা সরকার যৌথভাবে যে চেষ্টা করছে, তাতে যেন দ্রুত আহত যাত্রীদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া সম্ভব হয়। যাত্রীদের আত্মীয় ও বন্ধুবান্ধবরা খবর নেওয়ার জন্য রেলের হেল্পলাইন নাম্বারে ফোন করতে পারেন।’

Latest Videos

 

 

এদিন হাওড়ার শালিমার স্টেশন থেকে করমণ্ডল এক্সপ্রেস চেন্নাইয়ের দিকে রওনা হয়। ওড়িশার বালেশ্বরের কাছে দুর্ঘটনা ঘটে। শুধু করমণ্ডল এক্সপ্রেস ও মালগাড়িই নয়, ডাউন যশবন্তপুর এক্সপ্রেসও দুর্ঘটনার কবলে পড়ে। যশবন্তপুর এক্সপ্রেসের এক যাত্রীর বক্তব্য অনুযায়ী, ‘মুখোমুখি সংঘর্ষ হয়নি। করমণ্ডল এক্সপ্রেস ও যশবন্তপুর এক্সপ্রেস যখন পাশাপাশি লাইন দিয়ে যাচ্ছিল তখন ধাক্কা লাগে। এর জেরে করমণ্ডল এক্সপ্রেস গিয়ে দাঁড়িয়ে থাকা মালগাড়িতে ধাক্কা মারে। এই দুর্ঘটনায় যশবন্তপুর এক্সপ্রেসের ৪টি কামরা লাইনচ্যূত হয়েছে।’

 

 

রেলের এক আধিকারিকও জানিয়েছেন, কোনও ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়নি। এর আগে বলা হচ্ছিল করমণ্ডল এক্সপ্রেস ও মালগাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। পরে জানা গিয়েছে ঘটনা অন্য। তবে যেভাবেই দুর্ঘটনা হয়ে থাকুক না কেন, ভয়াবহতা এতটুকু কমছে না। হতাহতের সংখ্যা কোথায় গিয়ে পৌঁছবে সেটা এখনই বলা যাচ্ছে না।

 

আরও পড়ুন-

Coromandel Express: মালগাড়ির সঙ্গে সংঘর্ষ, বড়সড় দুর্ঘটনার কবলে করমন্ডল এক্সপ্রেস

একই লাইনে মালগাড়ি, ভয়াবহ সংঘর্ষে দুর্ঘটনার মুখে করমন্ডল এক্সপ্রেস, ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা

Manipur Violence: মণিপুর হিংসার বলি ১ মাসে ৯৮ জন, আহতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'আমি বলছি, আমার নাম করে লিখে রাখুন' ঝাঁঝিয়ে উঠে যা বললেন শুভেন্দু | Suvendu Adhikari
প্রেমের নামে এসব কী! নিখোঁজ নাবালিকার মর্মান্তিক পরিণতি, শোকের ছায়া পরিবারে | Nadia News Today
প্রেমিক আসল শয়তান! মাঝরাতে ঘটল 'জঘন্য' ঘটনা, হতবাক সকলে! | Ashoknagar News Today
সংসদে শীতকালীন অধিবেশন শুরু! তার আগেই বিরোধীদের কড়া বার্তা PM Modi | Parliament Winter Session 2024
TMC ছেড়ে কেন BJP-তে শুভেন্দু! আজ নিজেই বলে দিলেন সব | Suvendu Adhikari | Bangla News