BAPS Temple: আবু ধাবিতে প্রথম হিন্দু মন্দির উদ্বোধন প্রধানমন্ত্রীর

Published : Feb 14, 2024, 08:03 PM ISTUpdated : Feb 14, 2024, 08:53 PM IST
PM Modi in BAPS Mandir

সংক্ষিপ্ত

রাম মন্দির নিয়ে সারা দেশে বিপুল উৎসাহ-উদ্দীপনা দেখা গিয়েছে। আবু ধাবিতে প্রথম হিন্দু মন্দির ঘিরেও একইরকম আবেগ-উন্মাদনা দেখা যাচ্ছে।

আবু ধাবিতে প্রথম হিন্দু মন্দির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংযুক্ত আরব আমিরশাহি সফরের দ্বিতীয় তথা শেষ দিন মন্দির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পশ্চিম এশিয়া ও সংযুক্ত আরব আমিরশাহিতে অনেক হিন্দু বসবাস করেন। তাঁদের কথা ভেবেই এই মন্দির তৈরি করা হয়েছে। ৭০০ কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে বোচাসনওয়াসি শ্রী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা মন্দির। এই মন্দির বিএপিএস মন্দির হিসেবে পরিচিত হয়ে উঠেছে। ২৭ একর জমিতে তৈরি হয়েছে এই মন্দির। ভবনটির উচ্চতা ১০৮ ফুট। পশ্চিম এশিয়ায় এটিই সবচেয়ে বড় হিন্দু উপাসনাগৃহ। আবু মন্দির তৈরির জন্য ২০১৫ সালে ১৩.৫ একর জমি দান করেন সংযুক্ত আরব আমিরশাহির যুবরাজ শেখ মহম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান। মন্দিরের নির্মাণকার্য শুরু হওয়ার পর ২০১৯ সালে আরও ১৩.৫ একর জমি দান করা হয়। সেই জমিতেই মন্দির তৈরি করা হয়েছে।

আবু ধাবির মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন প্রধানমন্ত্রীর

২০১৮ সালে আবু ধাবিতে বিএপিএস মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। এবার তিনিই এই মন্দির উদ্বোধন করলেন। বুধবার সকালে এই মন্দিরের বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করা হয়। এরপর মন্দির উদ্বোধন হয়। মন্দির উদ্বোধনের পর সেখানে পুজোও দেন প্রধানমন্ত্রী। তিনি একটি পাথরের উপর হাতুড়ি দিয়ে 'বসুধৈব কুটুম্বকম' খোদাই করে দেন। 

আবু ধাবিতে মন্দির হওয়ায় খুশি ভারতীয়রা

আবু ধাবিতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য হাজির ছিলেন ভারতীয়রা। মন্দির তৈরি হওয়ায় তাঁরা খুশি। বুধবার মন্দির উদ্বোধনের সময় সেখানে ছিলেন অভিনেতা বিবেক ওবেরয়, দিলীপ জোশী, অক্ষয় কুমার। দুবাইয়ে ৩টি মন্দির আছে। তবে এতদিন আবু ধাবিতে কোনও মন্দির ছিল না। এবার পশ্চিম এশিয়ার সবচেয়ে বড় মন্দির উদ্বোধন হল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Saraswati Puja: ব্রিটিশ শাসিত ভারতে তৈরি হয়েছিল সরস্বতী ঠাকুরের মন্দির, বসন্ত পঞ্চমী ছাড়াও এখানে মায়ের পুজো হয় সারা বছর ধরে

'রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা দেশকে এক সূত্রে বেঁধেছে', বছরের প্রথম মন কি বাত অনুষ্ঠানে আর কী বললেন মোদী

একদিনেই কয়েক কোটি! এই পরিমাণ টাকা পেল অযোধ্যার রাম মন্দির, কীভাবে অনুদান দেবেন কোষাগারে

PREV
click me!

Recommended Stories

News Round Up: মোদীর রানাঘাটে জনসভা থেকে নানুরে তৃণমূল বুথ সভাপতি খুন- সারা দিনের খবর এক ক্লিকে
Babri Masjid Bengal : কেউ পক্ষে, কেউ সরব নিন্দায়! বঙ্গে বাবরি মসজিদ নিয়ে ফাটল খোদ মুসলিম সমাজেই!