প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেনের স্বাস্থ্যের আচমকা অবনতি, ভর্তি হাসপাতালে

Published : Dec 28, 2022, 02:58 PM IST
Narendra Modi and mother

সংক্ষিপ্ত

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদীর বয়স ১০০ বছর। হীরাবেন মোদি জুন মাসেই শতবর্ষে পা দেন। মায়ের ১০০ তম জন্মদিনে গান্ধীনগরে পৌঁছন প্রধানমন্ত্রী মোদী। এই উপলক্ষে খুব আবেগঘন ব্লগও লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বুধবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদী। আশঙ্কাজনক অবস্থায় তাকে আহমেদাবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসার জন্য সিনিয়র চিকিৎসকদের একাধিক দল কাজ করছেন। তাকে আহমেদাবাদের ইউএন মেহতা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদীর বয়স ১০০ বছর। হীরাবেন মোদি জুন মাসেই শতবর্ষে পা দেন। মায়ের ১০০ তম জন্মদিনে গান্ধীনগরে পৌঁছন প্রধানমন্ত্রী মোদী। এই উপলক্ষে খুব আবেগঘন ব্লগও লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখে ছিলেন, 'আজ আমি আমার সুখ, আমার সৌভাগ্য আপনাদের সকলের সাথে শেয়ার করতে চাই। আমার মা, আজ ১৮ই জুন শতবর্ষে পদার্পণ করছে। তার মানে তার জন্মশতবর্ষ শুরু হচ্ছে। বাবা আজ বেঁচে থাকলে গত সপ্তাহে তিনিও ১০০ বছর বয়সী হতেন। মানে ২০২২ এমন একটি বছর, যখন আমার মায়ের জন্মশতবর্ষ শুরু হচ্ছে এবং এই বছর আমার বাবার জন্মশতবর্ষ পূর্ণ হচ্ছে।

মায়ের জন্মদিনে ১০০টি গাছ লাগায় প্রধানমন্ত্রীর পরিবার

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, 'গত সপ্তাহে আমার ভাগ্নে গান্ধীনগর থেকে মায়ের কিছু ভিডিও পাঠিয়েছে। এলাকার কিছু ছোট ছোট ছেলে ঘরে এসেছে, চেয়ারে বাবার ছবি রাখা হয়েছে, ভজন কীর্তন চলছে আর মা গান গাইছে, মঞ্জিরা বাজাচ্ছে। মা এখনও একইরকম আছে। শরীরের শক্তি কমে গেলেও মনের শক্তি আগের মতোই রয়েছে তাঁর। আমাদের এখানে জন্মদিন পালনের কোনো প্রথা নেই, তবে পরিবারের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা এবার তাদের বাবার জন্মশতবর্ষে ১০০টি গাছ লাগিয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়মিত তাঁর মায়ের সঙ্গে সময় কাটাতে দেখা যায়। তাঁর ব্যস্ত কর্মসূচির মধ্যেও অবশ্যই তিনি মায়ের সাথে দেখা করতে সময় বের করেন। বছরে একবার তার মায়ের সাথে দেখা করতে তাঁর বাড়িতে যান। গান্ধীনগরে থাকেন প্রধানমন্ত্রী মোদীর পরিবার। প্রধানমন্ত্রীর মা হীরাবেনের সঙ্গে ছবি প্রায়ই ভাইরাল হয়।

এদিকে, গতকালই কর্ণাটকের মহীশূরের কাছে কাদাগোলায় দুর্ঘটনার কবলে পড়ে প্রধানমন্ত্রীর ভাই প্রহ্লাদ মোদীর গাড়ি। তিনি সামান্য আঘাত পান বলে প্রশাসলন সূত্রে খবর। তবে, আঘাত বিপজ্জনক নয় বলে চিকিৎসকরা জানিয়েছেন। প্রহ্লাদ মোদী তার পরিবার নিয়ে বেঙ্গালুরু থেকে বান্দিপুর রিজার্ভ ফরেস্টে যাচ্ছিলেন।

প্রহ্লাদ মোদীর গাড়িতে থাকা জামাই ও পুত্রবধূও আহত হয়েছেন। মোদীর নাতির পা ভেঙে গেছে। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। গাড়ির এয়ারব্যাগের কারণে সবাই নিরাপদই ছিলেন বলে জানা গিয়েছে। আহত সকলকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন এসপি সীমা লাটকার ও ডিওয়াইএসপি গোবিন্দরাজু।

PREV
click me!

Recommended Stories

নতুন শ্রম আইনে আপনার বেতনের পরিমাণ খুব বেশি কমবে না,কারণ জানাল মন্ত্রক
যাত্রীদের সমস্যার 'ক্ষতে' ১০০০০ টাকার 'মলম'! IndiGo ভাউচার ঘোষণা করল