
ট্রেন যাত্রীদের মধ্যে সাধারণ বচসা। আর তাতেই অধ্যাপককে ভিড়ে ঠাসা মুম্বইয়ের মালাদ স্টেশনে হত্যা করে চম্পট দিল আততায়ী । সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও পুলিশ পরে আততায়ীকে গ্রেফতার করেছে। কিন্তু ভরা স্টেশনের মধ্যে এক অধ্য়াপককে হত্যা করায় এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। ঘটনাটি ঘটেছে মালাড স্টেশনে।
মালাড স্টেশনের ১ ও ২ নম্বর প্ল্যাটফর্ম। সেখানেই লক্ষ লক্ষ যাত্রীর সামনেই এক অধ্যাপককে হত্যা করা হয়েছে। শনিবার এই ঘটনা ঘটেছে। রেলওয়ে পুলিশ জিআরপি জানিয়েছে, সামান্য কথা কাটাকাটি থেকেই বিতর্ক তৈরি হয়। তারপরই অধ্য়াপককে হত্যা করা হয়। কিন্তু এত লোকের মধ্যে অধ্যাপককে হত্যা করে দ্রুত সেখান থেকে চম্পট দেয় আততায়ী। ফুট ওভার ব্রিজ দিয়ে অভিযুক্তের পালানোর ভিডিও ফুটেজও ভাইরাল হয়েছে। তবে এই ঘটনায় রীতিমত আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে মালাড স্টেশনে।
পুলিশ জানিয়েছে মৃত অধ্যাপকের নাম অলোক সিং। তিনি ভিলে পার্লের একটি নামি কলেজের অধ্যাপক ছিলেন। তাঁকে হত্যার অভিযোগে পুলিশ ওমকার শিন্ডে নামে ২৭ বছরের এক যুবককে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রের খবর, ট্রেনটি মালাড স্টেশনে পৌঁছায়। সেই সময়ে ভিড়ে ঠাকা বগির গেট দিয়ে ওঠানামা প্রোটোকল নিয়ে ওমকার ও অলোকের মধ্যে বিবাদ বাধে। খুব অল্প সময়ের মধ্যেই তা ভয়ঙ্কর আকার নেয়। অলোক প্ল্যাটফর্মে পা রাখতেই ওমকার একটি ধারালো ছুরি দিয়ে তাঁকে কুপিয়ে হত্যা করে। ভিড়ের মধ্যে দ্রুত গা ঢাকা দেওয়ার জন্য সেখান থেকে চম্পট দেয়।
বোরিভালি জিআরপি স্টেশনের নজরদারি নেটওয়ার্ক ব্যবহার করে তাৎক্ষণিত তদন্ত শুরু করে পুলিশ। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল রেল পুলিশ। আততায়ীকে পাকড়াও করতে সাহায্য করেছিল স্টেশনের একাধিক সিসিটিভি ফুটেজ। সেই সিসিটিভি ফুটেজেই দেখা গেছে এক ব্যক্তি সাদা শার্ট ও নীল জিন্স পরে ফুট ওভার ব্রিজ দিয়ে ছুটে পালাচ্ছে। এজাতীয় প্রমাণ ও রেল পুলিশের নেটওয়ার্ক ব্যবহার করে পুলিশ শিন্ডেকে ভাসাই থেকে গ্রেফতার করে।