মোদীকে নিরাপত্তা দিতে পারে না চন্নি, পঞ্জাবের নিরাপত্তা নিয়ে প্রশ্ন অমিত শাহর


রবিবার লুধিয়ানায় একটি জনসমাবেসে ভাষণ দিতে গিয়ে অমিত শাহ ধর্মান্তরকরণ ইস্যুতেও সরব হন। তিনি বলেন ধর্মান্তরকরণ এই রাজ্যের একটি জ্বলন্ত সমস্যা। 

প্রধানমন্ত্রী নিরাপত্তার (PM Security) ইস্যুতে পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নিকে (Charanjit Singh Channi) তীব্র কটাক্ষ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah)। ২০ ফেব্রুয়ারি পঞ্জাব বিধানসভা নির্বাচন (Punjab Elelction 2022) । তার আগে নির্বাচনে প্রচারে পঞ্জাবে গিয়েছিলেন তিনি। এদিন অমিত শাহ  কংগ্রেস নেতা তথা রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটক্ষ করে বলেন, 'যে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দিতে ব্যর্থ তিনি কী করে রাজ্যকে সুরক্ষিত রাখবেন?' 

জানুয়ারি মাসে পঞ্জাবে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র নোদী। সেই সময় একটি ফ্লাইওভারে প্রায় ২০ মিনিট দাঁড়িয়ে ছিল মোদীর কনভয়। যা নিয়ে ভোটমুখী পঞ্জাবে রাজনৈতিক উত্তেজনা বেড়ে গিয়েছিল। বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও দায়ের হয়েছিল। প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রার নেতত্বে গোটা বিষয়টি খতিয়ে দেখার জন্য পাঁচ সদস্যের একটি কমিটিও তৈরি হয়েছে।

Latest Videos

রবিবার লুধিয়ানায় একটি জনসমাবেসে ভাষণ দিতে গিয়ে অমিত শাহ ধর্মান্তরকরণ ইস্যুতেও সরব হন। তিনি বলেন ধর্মান্তরকরণ এই রাজ্যের একটি জ্বলন্ত সমস্যা। শিখ ও হিন্দুদের ধর্মান্তর প্রধান সমস্যা। কিন্তু কংগ্রেস বা আপ সরকার এই সমস্যার সমাধান করতে পারে না। শুধুমাত্র একটি দলই এই সমস্যা সমাধান করেতে পারে। সেই দল হচ্ছে বিজেপি। এই কথা বলে অমিত শাহ বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানান। 

এদিনের জনসভা থেকে অমিত শাহ মূলত টার্গেট করেন কংগ্রেসকে। তিনি বলেন ১৯৮৪ সালের শিখ বিরোধী দাঙ্গার কথা কেউ ভুলতে পারবে না। এটি এখনও সাধারণের মানুষের কাছে তিক্ত স্মৃতি। তিনি আরও বলেন চন্নিত উচিৎ সাধারণ মানুষের কাছে কংগ্রেসের সেই পাপের ব্যাখ্যা দেওয়া। তিনি পঞ্জাবকে দেশের মন হিসেবে অভিহিত করেন। এই রাজ্যের কৃষকদের কারণে খাদ্য শস্য উৎপাদনে দেশ স্বনির্ভর হয়েছে। স্বাধীনতা সংগ্রামেও এই রাজ্যের মানুষের যোগদান অবিস্মরণীয় বলেও মন্তব্য করেন অমিত শাহ। 

আম আদমি পার্টিকে নিশানা করেন অমিত শাহ বলেন, গোটা দিল্লিকে মদে ডুবিয়ে দিয়েছিল কেজরিওয়াল। কিন্তু ভোটের জন্য এরাজ্যকে মাদক মুক্ত করার কথা বলেছেন। তিনি বলেন পঞ্জাবের মানুষ এতদিন ধরে কংগ্রেস ও অন্যান্য দলগুলিকে অনেক সুযোগ দিয়েছে। এবার তাদের উচিৎ বিজেপিকে একটি সুযোগ দেওয়ার। বিজেপিকে সুযোগ দিলে ডবল ইঞ্জিন সরকার রাজ্যের উন্নয়ন দ্রুত করবে। তিনি বলেন রাজ্যের উন্নয়নের জন্য বিজেপিকে ভোট দেওয়া জরুরি। 
ভাং খেয়ে নেশাগ্রস্ত গাড়ির চালক, বেহালায় পিষে দিল পথচারীকে

মোদীর 'বন্ধুদের জন্য' ব্যাঙ্ক জালিয়াতি, 'আচ্ছে দিন' নিয়ে খোঁচা রাহুলের

হিজাব ইস্যুতে উত্তাল মুর্শিদাবাদ, সরকারি স্কুলে প্রধানশিক্ষকরে আটকে বিক্ষোভ

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'৩০ সেকেন্ডে যাদবপুর দখল করছিল মদন, এখন নিজের এলাকা দখল হয়ে যাচ্ছে', চরম কটাক্ষ অর্জুন সিংয়ের
IND vs NZ Final : দুবাইয়ের ফাইনালে ভারত-নিউজিল্যান্ড : শিরোপা জয়ের লড়াইয়ে দুই দল | CT 2025 Final
'তৃণমূলের উত্থান Kolkata থেকে, পচনও শুরু কলকাতা থেকেই' অধীর চৌধুরীর কটাক্ষ | Adhir Chowdhury | TMC
যাদবপুরে নৈরাজ্য! ব্রাত্যদের গ্রেফতারির দাবী জানিয়ে শুভেন্দুদের ধিক্কার মিছিল | Suvendu Adhikari
'ম্যায় হু না' দিল্লির মহিলাদের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা | Rekha Gupta Delhi CM