'আমি মিথ্যা কথা বলি না',পঞ্জাবে মোদীর সঙ্গে কেজরিওয়ালকে কটাক্ষ রাহুলের


মঙ্গলবার পাতিয়ালার রাজপুরায় একটি নির্বাচনী সমাবেশ করেন রাহুল গান্ধী। সেখানে ভাষণ দেওয়ার সময়ে তিনি সরাসরি নিশানা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অরবিন্দ কেজরিওয়ালকে। তিনি বলেন তিনি কখনও মিথ্যা কথা বলেন না। তাই যদি রাজ্যের মানুষ মিথ্যা কথা শুনতে চান তাহলে তাঁদের মোদী ও কেজরিওয়ালের ভাষণ শোনা জরুরি। 

ভোট প্রচারে পঞ্জাবে (Punjab) রয়েছেন কংগ্রেস (Congress) নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। তিনি বলেছেন, তিনি কোনও মিথ্যা প্রতিশ্রুতি দেবেন না। তবে রাজ্যের মানুষ যদি মিথ্যা প্রতিশ্রুতি শুনতে চায় তাহলে তাঁদের নরেন্দ্র মোদী (Narendra Modi) ও অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kajriwal)কথা শোনা জরুরি। তিনি আরও বলেন তিনি শুধুমাত্র সত্যকথাই বলেন। পঞ্জাবে ভোট প্রচারে গিয়ে রাহুল গান্ধী দুই প্রতিপক্ষ বিজেপি (BJP) ও আম আদমি পার্টির (AAP) শীর্ষনেতৃত্বকে যথেষ্ট কটাক্ষ করেন। আগামী ২০ ফেব্রুয়ারি পঞ্জাবে বিধানসভা নির্বাচন (Punjab Elections 2022) । ফল প্রকাশ হবে ১০ মার্চ। 

মঙ্গলবার পাতিয়ালার রাজপুরায় একটি নির্বাচনী সমাবেশ করেন রাহুল গান্ধী। সেখানে ভাষণ দেওয়ার সময়ে তিনি সরাসরি নিশানা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অরবিন্দ কেজরিওয়ালকে। তিনি বলেন তিনি কখনও মিথ্যা কথা বলেন না। তাই যদি রাজ্যের মানুষ মিথ্যা কথা শুনতে চান তাহলে তাঁদের মোদী ও কেজরিওয়ালের ভাষণ শোনা জরুরি। তিনি আরও বলেন পঞ্জাবকে বিপদ মুক্ত রাখতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি আরও বলেন পঞ্জাবের বিধানসভা নির্বাচন কোনও পরীক্ষা নয়। সীমান্তবর্তী রাজ্যের শান্তি -শৃঙ্খলা ও নিরাপত্তার বজায় রাখা অত্যান্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি মন্তব্য করেন। 

Latest Videos

এদিনের নির্বাচনী জনসভায় রাহুল গান্ধী ২০১৪ সালের প্রধানমন্ত্রীর নির্বাচনী ভাষণের কথা তুলে আনেন। তিনি বলেন, সেই সময় নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন।  বলেছিলেন  প্রতি বছর ২ কোটি বেকারের চাকরি হবে। দেশকে দুর্ণীতি করা হবে। কিন্তু এখন আর প্রধানমন্ত্রী বেকারত্ব আর দুর্ণীতি নিয়ে কোনও কথা বলেন না। এখন বিজেপি শুধুমাত্র মাদকের কথাই বলে। 

রাহুল গান্ধী বলেন, তিনি ২০১৩ সালে পঞ্জাবে গিয়েছিল। সেই সময় তিনি সতর্ক করেছিলেন মাদক নিয়েছ কিন্তু বিজেপি ও অকালি দলের নেতাকর্মীরা তাঁকে উপহাস করেছিলেন। তিনি আরও বলেন তিনি যখন কোভিড নিয়ে সতর্ক করেছিলেন তখনও বিজেপি তাঁকে নিয়ে উপহাস করেছিল। কিন্তু দেশের প্রধানমন্ত্রী সেই সময় থালা বাজানো আর মোবাইলফোনে টর্চ জ্বালানোর ওপরই জোর দিয়েছিলেন। গতকালই ভোট প্রচারে পঞ্জাব গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জলন্ধরে তিনি জনসভা করেন। সেখানে মোদী নিজের ভাষণে কংগ্রেসের তীব্র সমালোচনা করেছিলেন। পাশাপাশি রাজ্যের উন্নয়নের জন্য একগুচ্ছ প্রতিশ্রুতিও দিয়েছিলেন। এর আগে অমিত শাহও ভোট প্রচারে পঞ্জাবের নিরাপত্তাকে একটি গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে তুলে ধরেছিলেন। 

ইসোরোর সফল উৎক্ষেপণ, প্রধানমন্ত্রী মোদী অভিনন্দন জানিয়েছেন মহাকাশ বিজ্ঞানীদের

খেলা ঘুরছে ত্রিপুরার, বিজেপির দলত্যাগীরা কংগ্রেসে ,অস্বস্তি ঘাসফুল শিবিরে

রাতের আকাশে উজ্জ্বল ওটা কী, ভিডিও পোস্ট করে নেটিজেনের প্রশ্ন
 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari