একদিনেই নতুন তিন রাজ্যে 'করোনা'র হানা, ভারতে আক্রান্তের সংখ্যা পৌঁছল ৪৫-এ

Published : Mar 09, 2020, 08:50 PM ISTUpdated : Mar 10, 2020, 02:53 PM IST
একদিনেই নতুন তিন রাজ্যে 'করোনা'র হানা, ভারতে আক্রান্তের সংখ্যা পৌঁছল ৪৫-এ

সংক্ষিপ্ত

ভারতে একের পর এক রাজ্যে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস সোমবার সকালেই জম্মু কাশ্মীরের প্রথম রোগীর সন্ধান মিলেছিল বিকেলের মধ্যে আরও দুই আক্রান্তের খবর এল পঞ্জাব ও কর্নাটক থেকে ভারতে মোট কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৫  

ভারতে একের পর এক রাজ্যে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। সোমবার দোলযাত্রার দিন, পঞ্জাব ও কর্নাটক - আরও দুই রাজ্যে প্রথম কোভিড-১৯ আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেল। পাঞ্জাবের আক্রান্ত ব্যক্তি সম্প্রতি ইটালি থেকে ফিরেছিলেন। আর বেঙ্গালুরুর ব্যক্তি ফিরেছিলেন টেক্সাসের অস্টিন থেকে। ফলে ভারতে মোট কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা পৌঁছল ৪৫-এ। এরমধ্যে কেরলের প্রথম তিন রোগীর সংক্রমণ সেড়ে গেলেও ৪২ জনের দেহে এখনও সক্রিয় করোনাভাইরাস।

আরও পড়ুন - বিরিয়ানি আর মায়ের আদরেই জব্দ 'করোনা', নিজের অভিজ্ঞতা জানালেন ভারতের প্রথম রোগী

এদিন সকালেই জম্মুতে এক ৬৩ বছর বয়সী মহিলারও কোভিড-১৯ পরীক্ষার ফলাফল ইতিবাচক এসেছিল। সম্প্রতি তিনি ইরান থেকে ফিরেছিলেন। জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলেও এটিই কোভিড-১৯ আক্রান্তের প্রথম খবর। রবিবার কেরলে একই পরিবারের পাঁচজন নতুন করে এই মারণরোগে আক্রান্ত হয়েছিলেন। এদিন কোচিতে এক তিন বছর বয়সী শিশুর কোভিড-১৯ পরীক্ষার ফল ইতিবাচক এসেছে। শিশুটিকে নিয়ে তার পরিবার সম্প্রতি ইতালি থেকে ফিরে এসেছিল।

আরও পড়ুন - ফের কেরলে করোনার হানা, আক্রান্ত একই পরিবারের পাঁচ সদস্য, ভারতে সংখ্যা পৌঁছল ৩৯-এ

এদিকে, সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে বিশ্বব্যাপী মোট করোনভাইরাস বা সিওভিডি -১৯ আক্রান্তের সংখ্যা ১,১০,০০০ ছাড়িয়ে গিয়েছে। আর নিহতের সংখ্যা পেরিয়েছে ৩৮০০-র গণ্ডি। তারমধ্যে অধিকাংশই চিনের হলেও কোভিড-১৯ সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে ইউরোপের ইতালি ও মধ্যপ্রাচ্যের দেশ ইরানেও। ইতালি-তে এখনও পর্যন্ত আক্রান্ত ৭৩৭৫ জন এবং মৃতের সংখ্যা ৩৬৬। আর ইরানে আক্রান্ত ও মৃতের সংখ্যা যথাক্রমে ৬৫৬৬ ও ১৯৪।

আরও পড়ুন - করোনাভাইরাস মোকাবিলায় সহজ ১০টি উপায়

ইরানে বহু সংখ্যক ভারতীয়ও আটকে পড়েছেন। তাঁদের দেশে ফেরাতে এদিন রাতেই ভারতীয় বায়ুসেনার একটি বিমান ইরান-এ উড়ে যাচ্ছে। এদিন মধ্যরাতে ইরান পৌঁছে ভোরেই ভারতীয়দেন নিয়ে ফেরার পথ ধরবে। মঙ্গলবার সকাল সাড়ে নটার মধ্যে ভারতে পৌঁছে যাওয়ার কথা তাঁদের।

PREV
click me!

Recommended Stories

দশ হাজার নয়, এক লাখ দিলেও মুসলিমরা আমাকে ভোট দেবে না: অসমের মুখ্যমন্ত্রী
বুলেট ট্রেন প্রকল্পের জন্য NH-64 ও রেললাইনের উপর স্টিল ব্রিজ চালু, জানুন কীভাবে তৈরি হয়েছে এটি