India Qatar: মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত প্রাক্তন ৮ জন নৌসেনা কর্তার মুক্তি, মোদী সরকারের কূটনৈতিক জয়ে উচ্ছ্বসিত ভারতীয়রা

Published : Feb 12, 2024, 08:14 AM ISTUpdated : Feb 12, 2024, 08:19 AM IST
modi qatar

সংক্ষিপ্ত

মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করে দিয়েছিল কাতার সরকার। তারপরে চূড়ান্ত তৎপরতার সঙ্গে সেই নৌবাহিনীর কর্তাদের দেশে ফিরিয়ে আনল ভারত সরকার। 

কূটনৈতিক পদক্ষেপে সারা বিশ্বের কাছেই ভারতের মোদী সরকারের একেকটি সিদ্ধান্ত দৃষ্টান্তকারী বলে বিবেচিত হয়। এবার কাতার সরকারের সিদ্ধান্তের মুখোমুখি হয়ে মৃত্যুদণ্ডের সাজা পাওয়া সেনাকর্তাদের ফিরিয়ে আনার ঘটনা দেখে উচ্ছ্বসিত হয়ে উঠেছে সমগ্র ভারত।  
 



সাজা ঘোষণা করে দেওয়া ভারতের ৮ জন প্রাক্তন নৌসেনা কর্তাকে মুক্তি দিল কাতার (Qatar) সরকার । এঁদের সকলের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ উঠেছিল। সেই কারণে, ২০২৩ সালেই এঁদের মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করা হয়েছিল । কাতার আদালতে এই ঘোষণা করার পর থেকে উত্তেজনা উঠেছিল চরমে। অতি তৎপর ভারতীয় সেনাকর্তাদের প্রাণহানির আশঙ্কায় ভুগছিল গোটা দেশ।  
 

 



এরপরই ভারতীয় সরকার হস্তক্ষেপ করে। ভারতের অনুরোধেই প্রথমে মৃত্যুদণ্ডে স্থগিতাদেশ, আর এখন সম্পূর্ণ মুক্তি দেওয়া হল ওই আটজন প্রাক্তন নৌসেনার কর্তাকে।
 


 

PREV
click me!

Recommended Stories

সংসদে ওয়াইসি ধামাকা! কী এমন বললেন ওয়াইসি?, করতালিতে ফেটে পড়ল সংসদ
Today live News: উত্তুরে হাওয়ায় জাঁকিয়ে শীত বঙ্গে, সকালে কুয়াশার সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া