সংসদে ঘুমিয়ে পড়লেন রাহুল গান্ধী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। বৃহস্পতিবার , ৬ অগাস্ট সংসদের গুরুত্বপূর্ণ ওয়াকফ সম্পত্তি বিল নিয়ে আলোচনা হচ্ছে। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বিল নিয়ে নিজের বক্তব্য রাখছিলেন, সেই সময়ই বিরোধী দলনেতা বেঞ্চে হেলান গিয়ে ঘুমিয়ে পড়েন। যা নিয়ে সরকার পক্ষের বিধায়কদের মধ্যে হাসির রোল ওঠে। সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
ভাইরাল ভিডিওতে দেখা গেছে, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু ওয়াকফ সম্পত্তির নতুন বিল নিয়ে আলোচনা করেছেন। আর সেই সময়ই রাহুল গান্ধী তাঁর নিজের আসনে বসে পিছনের বেঞ্চে হাত রেখে মাথা এলিয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। দেখুন ভিডিও।
এই ভিডিও ভাইরাল হওয়ার পরই প্রশ্ন উঠতে শুরু করেছে রাহুল গান্ধী সত্যি কি সংসদে ঘুমিয়ে পড়েছেন। যদিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, রাহুল গান্ধীকে দেখে কিরেন রিজিজু আর তাঁর পাশে বসা গিরিরাজ সিং হাসছেন। কিরেন রিজিজুকে বলেও শোনা যায়, 'দাদাকে এবার ওঠাও, ঘুমিয়ে পড়েছে। এই কারণেই আমি আপনাকে বলছি, মাধখানে কথা বলবেন না। বা বারবার বাধা দেওয়ার চেষ্টা করবেন না। কারণ এটি আপনাকে ঘুম পাড়িয়ে দেবে।' তারপরই পাশে বসা গিরিরাজ সিং বলেন, ঘুমিয়ে পড়েছে। কিরেন রিজিজু আর গিরিরাজ সিংএর সঙ্গে ছিলেন ভূপেন্দ্র যাদব, জিতেন্দ্র সিং-সহ বিজেপির একাধিক সাংসদ। কিরেন রিজিজুও নিজের এক্স হ্যান্ডেল থেকে ভিডিও পোস্ট করেন।
এটাই প্রথম নয়, রাহুল গান্ধী এর আগে ২০১৬ সালে লোকসভায় ঘুমিয়ে পড়েছিলেন। সেই সময় কংগ্রেস গুজরাটের দলিত বিক্ষোভের মত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছিল। নরেন্দ্র মোদীকে কোনঠাসা করার চেষ্টা করেছিল। বিজেপি সাংসদ ও বিোধী সাংসদরে মধ্যে এবার রাহুল গান্ধীর ঘুম নিয়ে বাকযুদ্ধ শুরু হয়েছিল। সেই সময় রাহুল গান্ধী মাথায় হাত দিয়ে চোখ বন্ধ করে বসেছিলেন। যদিও সেই সময় কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেছিবেন রাহুল সংসদে ঘুমাননি। তিনি আরও বলেছিলেন, সংসদে এত কোলাহলের মধ্যে কেউ কি ঘুমাতে পারে? যদিও এবার এখনও পর্যন্ত রাহুলের হয়ে কোনও কংগ্রেস সাংসদকে সাফাই দিতে শোনা যায়নি।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।