৫০০ টাকায় মিলবে এলপিজি সিলিন্ডার, লোকসভা নির্বাচনের আগে প্রতিশ্রুতি রাহুল গান্ধীর

Published : Jan 28, 2023, 02:59 PM IST
RAHUL GANDHI MARRIAGE

সংক্ষিপ্ত

কংগ্রেস নেতারা জানিয়েছেন তারা গোয়ার প্রতিটি গ্রামে গ্রামে রাহুল গান্ধীর বার্তা পৌঁছে দেবেন। দেশের রাজনৈতিক ভবিষ্যৎকে রক্ষা করতে সমস্ত মৌলবাদী শক্তির বিরুদ্ধে লড়বেন তাঁরা।

২০২৪-এর নির্বাচনের জন্য ঘুটি সাজাচ্ছে কংগ্রেস। গোয়ায় শুরু হল রাহুল গান্ধীর চিঠি বিলি। চিঠিতে লেখা ২০২৪-এ ক্ষমতায় এলে ৫০০ টাকায় এলপিজি সিলিন্ডার দেবে কংগ্রস সরকার। পানাজি জুড়ে এমনই চিঠি বিলি করল কংগ্রেস কর্মীরা। গোয়ার পানাজিতে ইতিমধ্যেই 'ভারত জোড়ো যাত্রা'র অধীনে 'হাত সে হাত জোড়ো' কর্মসূচী শুরু করেছে কংগ্রেস। আগামী দু'মাস ধরে চলবে এই কর্মসূচী, যা উপকূলীয় রাজ্যগুলির মোট ৪০টি নির্বাচনী এলাকায় সম্পন্ন হবে। কংগ্রেস নেতারা জানিয়েছেন তারা গোয়ার প্রতিটি গ্রামে গ্রামে রাহুল গান্ধীর বার্তা পৌঁছে দেবেন। দেশের রাজনৈতিক ভবিষ্যৎকে রক্ষা করতে সমস্ত মৌলবাদী শক্তির বিরুদ্ধে লড়বেন তাঁরা।

এই প্রসঙ্গে গোয়া কংগ্রেসের প্রধান অমিত পাটকার জানিয়েছেন,'এই মুহূর্তে আমাদের মূল লক্ষ্য রাহুল গান্ধীর লেখা চিঠি গোয়ার ঘরে ঘরে পৌঁছে দেওয়া।' এখানেই শেষ নয়, বিজেপি গণতন্ত্রে বিশ্বাসী নয় বলেও দাবি করেন পাটকার। তিনি আরও বলেন,'দেশজুড়ে চলছে মুদ্রাস্ফিতি, জিনিসপত্রের দাম আকাশ ছোয়া। এই পরিস্থিতিতে রাহুল গান্ধী ৫০০ টাকায় এলপিজি সিলিন্ডার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা সেই চিঠিই গোয়ার ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি।' সাংসদ ফ্রান্সিসকো সার্ডিনহা এই প্রসঙ্গে বলতে গিয়ে উল্লেখ করেছেন,'কংগ্রেসের কর্মীরা দেশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছিল।' তিনি আরও বলেন,'রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা আমাদের চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে, বিজেপি কীভাবে আমাদের দেশকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। দেশের সংখ্যালঘুদের বঞ্চিত করা হচ্ছে। এর আগে ভারতে কখনও এমনটা হয়নি। দেশের স্বাধীনতায় সংখ্যালঘু সম্প্রদায়েরও বড় অবদান ছিল। বিজেপির কোনও অধিকার নেই কাউকে বঞ্চিত করার।'

আরও পড়ুন - 

প্রশিক্ষণ চলাকালীন ভেঙে পড়ল বায়ুসেনার জোড়া বিমান, ঘটনায় মৃত এক বিমান চালক

সপ্তাহের শেষ দিনে বিপত্তি, মধ্যপ্রদেশের কাছে ভেঙে পড়ল দু'টি যুদ্ধ বিমান

সপ্তাহান্তেও বদল নেই জ্বালানির দামে, দেশের কোন শহরে আজ কত দামে বিকোচ্ছে পেট্রল-ডিজেল? জানুন

PREV
click me!

Recommended Stories

যোগী সরকারের দুর্দান্ত সাহায্য, 'মৌমাছিওয়ালা' পেল আন্তর্জাতিক স্বীকৃতি
কবে ঠিক হবে IndiGoর বিমান পরিষেবা? একটি বিবৃতি জারি করে জানিয়েছে বিমান সংস্থাটি