Rahul Gandhi: সংসদে রাহুলের ভাষণের প্রশংসা সিমির, বিদেশনীতি নিয়ে কথা বলায় সমালোচনার ঝড়

Published : Feb 03, 2022, 11:12 AM IST
Rahul Gandhi: সংসদে রাহুলের ভাষণের প্রশংসা সিমির, বিদেশনীতি নিয়ে কথা বলায় সমালোচনার ঝড়

সংক্ষিপ্ত

রাহুল গান্ধীর সংসদের মন্তব্যের উচ্চ প্রশংসা করেছেন প্রাক্তন অভিনেত্রী সিমি গারেওয়াল। তিনি  বলেছেন নেতা হিসেবে রাহুল গান্ধী এতদিনে প্রাপ্ত বয়স্ক হয়েছে। এটি একটি ঐতিহাসিক ভাষণ। গোটা দেশ এদিন তাঁর আবেগ দেখেছে আর শুনেছে। তিনি যে তথ্য তুলে ধরেছেন তা সত্যি খুব ভয়ঙ্কর। তিনি আরও বলেছেন রাহুল গান্ধী একজন সত্যিকারের জাতীয়তাবাদী নেতার পরিচয় তুলে ধরেছে।   

 বুধবার সংসদে (Parliament) কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahu Gandhi) চড়া সুরেই সমালোচনা করেন ভারতের বিদেশনীতির (Indian Foreign Policy)। তাঁর কথায় ভারতের বিদেশ নীতির জন্যই চিন ও পাকিস্তান (China And Pakistan) কাছাকাছে এসেছে। যা গোটা দেশের কাছে হুমকি হয়ে দাঁড়িয়েছে। তিনি আরও বলেছেন একটি ভারতের কৌশলগত ভুল। বর্তমানে ভারত একা হয়ে গেছে। চিন ও পাকিস্তানকে সর্বদা দূরে দূরে রাখা বা বিচ্ছিন্ন করে রাখাই ভারতের নীতি হওয়া উচিৎ। সংসদে রাহুল গান্ধীর এই মমামতের পরেই রাহুল  গান্ধী পক্ষে ও বিপক্ষে মত জানিয়েছেন। 

রাহুল গান্ধীর সংসদের মন্তব্যের উচ্চ প্রশংসা করেছেন প্রাক্তন অভিনেত্রী সিমি গারেওয়াল। তিনি  বলেছেন নেতা হিসেবে রাহুল গান্ধী এতদিনে প্রাপ্ত বয়স্ক হয়েছে। এটি একটি ঐতিহাসিক ভাষণ। গোটা দেশ এদিন তাঁর আবেগ দেখেছে আর শুনেছে। তিনি যে তথ্য তুলে ধরেছেন তা সত্যি খুব ভয়ঙ্কর। তিনি আরও বলেছেন রাহুল গান্ধী একজন সত্যিকারের জাতীয়তাবাদী নেতার পরিচয় তুলে ধরেছে। 

কিন্তু অভিনেত্রীর এই মতের তীব্র সমালোচনা করেছেন তথ্য প্রযুক্তিবিদ ও পিএমও রিপোর্টকার্ডের কোফাউন্টার শৈলেন্দ্র সিং। তিনি বলেছেন, রাহুল গান্ধীর যোগ্য নেতা হয়ে উঠেছেন কিনা সেই বিতর্ক আরও ১০ বছর ধরে অব্যাহত থাকবে। ততদিনে তিনি অবশ্য পেনশন পাওয়ার যোগ্য  হয়ে যাবেন। অর্থাৎ তিনি কটাক্ষ করে বলেছেন যোগ্য নেতা হয়ে ওঠার আগেই রাহুল গান্ধীকে রাজনীতি থেকে অবসর নিতে হবে। 

অন্যদিকে বিশিষ্ট সাংবাদিক অভিষেক বলেছেন, তুমি কি জানতে? ভারতের প্রথম অকংগ্রেস সরকার ১৯৫৭ সালে গঠিত হয়েছিল কেরলে। নেহেরু সেই সরকার বরখাস্ত করেন। কারণ তিনি কোনও অকংগ্রেসি মুখ্যমন্ত্রীকে শাসন ক্ষমতায় থাকার অনুমতি দেননি। আজ সেই রাহুল গান্ধীই দেশের ঐক্য নিয়ে ভাষণ দিচ্ছেন।  


ভারতের বিদেশনীতি সম্পর্কিত ইস্যুতে রাহুল গান্ধীর বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিজেপির মুখপাত্র। তিনি বলেছেন রাহুল গান্ধী প্রথমে গালওয়ালের জাতীয় পতাকা ইস্যুতে মিথ্যা কথা বলেছেন। তা সামনে এসেছে। এখন মার্কিন বিদেশ মন্ত্রকের মুখপাত্রও  মোদীর নীতির কারণে চিন ও পাকিস্তান কাছাকাছি এসেছে এই মন্তব্য অস্বীকার করেছে। তিনি আরও বলেছেন মোদীর বিরোধের জন্য রাহুল গান্ধী ভারতের অবমূল্যায়ন করেই চলেছে। 

বুধবার  রাহুল গান্ধী আরও বলেন, প্রজাতন্ত্র দিসবে এবার দেশে কোনও বিদেশী অতিথি ছিল না। কারণ ভারত প্রতিবেশীদের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে ভারতকে ঘিরে রয়েছে নেপাল, আফগানিস্তান ও চিন। এটি ভারতের জনগণের বিরুদ্ধে একটি অপরাধ। তিনি আরও বলেনস চিন ও পাকিস্তান পরিকল্পনা করেছে। প্রতিবেশী এই দেশদুটি অস্ত্র সম্ভারও ক্রমশই বাড়াচ্ছে। যা যুদ্ধের হুমকি ডেকে আনছে। তিনি আরও বলেন এটি শুধুমাত্র যে বাহ্যিক হুমকি তা নয়। দেশ ভিতর থেকে দুর্বল হয়ে পড়েছে। 

Rahul Gandhi Vs S Jaishankar: চিন ও পাকিস্তান নিয়ে রাহুলের মন্তব্য, পাল্টা কটাক্ষ বিদেশমন্ত্রীর

কংগ্রেসকে তোপ, আঞ্চলিক দল নিয়ে জাতীয় স্তরে বিজেপি বিরোধী জোট গড়ার আহ্বান মমতার

'চিন পাকিস্তান কাছাকাছি এসেছে ', সংসদে রাহুল গান্ধীর মন্তব্য মানল না মার্কিন যুক্তরাষ্ট্র

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

রাতের গোয়ায় নাইট ক্লাবে ভয়ঙ্কর দুর্ঘটনা, সিলিন্ডার বিস্ফোরণে পর্যটক সহ নিহত অন্তত ২৩ জন
News Round Up: মোদীর রানাঘাটে জনসভা থেকে নানুরে তৃণমূল বুথ সভাপতি খুন- সারা দিনের খবর এক ক্লিকে