সংক্ষিপ্ত

রাহুল গান্ধ বলেছিলেন চিন ও পাকিস্তান কাছাকাছি আসায় তা ভারতের কাছে হুমকি হয়ে দাঁড়াচ্ছে। বিদেশনীতির সমালোচনা করতে গিয়ে রাগুল গান্ধী কাশ্মীরের ৩৭০ ধারা বিলোপেরও কথা তুলেছিলেন। তবে রাহুল গান্ধীর ওই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন ওয়াইনাডের কংগ্রেসের সাংসদের কিছু ইতিহাস পড়ার প্রয়োজন রয়েছে। 

মার্কিন যুক্তরাষ্ট্র (USA) স্পষ্ট করে দিয়েছে তারা রাহুল গান্ধীর (Rahul Gandhi) মন্তব্য সমর্থন করেছে। মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র  নেড প্রাইস বলেছেন, 'পাকিস্তান ও পিপিলস রিপাব্লিক অব চায়নার (China And Pakistan) বিষয়ে মন্তব্য করার বিষয়টি আমি ছেড়ে দেব। তবে আমি এই মন্তব্যগুলিকে কখনই সমর্থন করব না।।' বুধবার সংসদে (Parliament) রাহুল গান্ধী কেন্দ্রীয় সরকারের বিদেশনীতি নিয়ে সুর ছড়েছিলেন। তাঁর আক্রমণের নিশানায় ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। রাহুল গান্ধীর কথা ছিল কেন্দ্রীয় সরকারের কৌশলগত ভুলের কারণেই বর্তমানে চিন ও পাকিস্তান কাছাকাছি এসেছে। কিন্তু ভারতের উচিৎ ছিল এই দুই প্রতিবেশী দেশকে সর্বদা দূরে রাখা। 

রাহুল গান্ধ বলেছিলেন চিন ও পাকিস্তান কাছাকাছি আসায় তা ভারতের কাছে হুমকি হয়ে দাঁড়াচ্ছে। বিদেশনীতির সমালোচনা করতে গিয়ে রাগুল গান্ধী কাশ্মীরের ৩৭০ ধারা বিলোপেরও কথা তুলেছিলেন। তবে রাহুল গান্ধীর ওই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন ওয়াইনাডের কংগ্রেসের সাংসদের কিছু ইতিহাস পড়ার প্রয়োজন রয়েছে। 

রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ প্রস্তাবের বিতর্কের সময় লোকসভার বিরোধী পক্ষের থেকে প্রথম ভাষণ দেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সেখানেই তিনি বলেছিলেন ভারতের কৌশলগত লক্ষ্য চিন ও পাকিস্তানকে আলাদা করে রাখা। কিন্তু কেন্দ্রীয় সরকার তার বিপরীত কাজ করছে। তিনি আরও বলেছিলেন, চিনাদের লক্ষ্য খুবই স্পষ্ট। তারা কী চায় সেসম্পর্কে স্পষ্ট ধারনা রয়েছে। সেই জন্যই ভারতের সাবধান হওয়া জরুরি বলেও মন্তব্য করেছিলেন তিনি। 

রাহুল গান্ধী আরও বলেছিলেন দেশের সামনে যে শক্তি দাঁড়িয়ে রয়েছে তার অবমূল্যয়ন না করাই শ্রেয়। চিন ও পাকিস্তানকে কীভাবে আলাদা করা যায় তারই চেষ্টা করা জরুরি। একই সঙ্গে রাহুল গান্ধীর মন্তব্য ছিল প্রতিবেশী দেশগুলির থেকে ভারত ক্রমশই বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বর্তমানে ভারত অনেকটাই একা। কিন্তু তিন দিয়ে হুমকি হয়ে দাঁড়িয়েছে চিন পাকিস্তান আর আফগানিস্তান।

ভারতের বিদেশনীতি সম্পর্কিত ইস্যুতে রাহুল গান্ধীর তীব্র সমালোচনা করেছেন বিজেপির মুখপাত্র। তিনি বলেছেন রাহুল গান্ধী প্রথমে গালওয়ালের জাতীয় পতাকা ইস্যুতে মিথ্যা কথা বলেছেন। তা সামনে এসেছে। এখন মার্কিন বিদেশ মন্ত্রকের মুখপাত্রও  মোদীর নীতির কারণে চিন ও পাকিস্তান কাছাকাছি এসেছে এই মন্তব্য অস্বীকার করেছে। তিনি আরও বলেছেন মোদীর বিরোধের জন্য রাহুল গান্ধী ভারতের অবমূল্যায়ন করেই চলেছে। 

কংগ্রেসকে তোপ, আঞ্চলিক দল নিয়ে জাতীয় স্তরে বিজেপি বিরোধী জোট গড়ার আহ্বান মমতার

Delhi Court: দিল্লির দাঙ্গার অন্যতম ষড়যন্ত্রী উমর খালিদ, সাক্ষ্য প্রমাণ দিয়ে বললেন আইনজীবি

Aravali Biodiversity Park: হারিয়ে যাওয়া আরাবল্লির জঙ্গলকে ফিরিয়ে এনে বড় সাফল্য, মুকুটে আন্তর্জাতিক খেতাব