'রাহুল গান্ধী মোদীর এজেন্ট', কংগ্রেস নেতার DNA পরীক্ষার দাবি বাম বিধায়কের

Published : Apr 23, 2024, 10:04 PM IST
rahul gandhi

সংক্ষিপ্ত

আনোয়ার এদিন বলেন, নেহরু পরিবারে কি এরকম সদস্য থাকবে? নেহরু পরিবারে জন্মগ্রহণকারী কেউ কি তা বলতে পারবে? 

কেরলে সমুখ সমরে বাম ও কংগ্রেস। বিশেষ করে সিপিএম ও কংগ্রেসের মধ্যে বড় বিরোধী শুরু হয়েছে রাহুল গান্ধীর মন্তব্যকে কেন্দ্র করে। কেরলের ক্ষমতাসীন বাম গণতান্ত্রিক ফ্রন্টের এক নির্দল বিধায়ক পিভি আনোয়ার কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে নিম্নস্তরের নাগরিক বলেছেন। পাশাপাশি তাঁর ডিএনএ পরীক্ষা করানোর দাবি জানিয়েছেন।

মঙ্গলবার পালাক্কাদে একটি নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার সময় নীলাম্বুর বিধায়ক বলেছেন, 'ওয়েনাডের মানুষ এই কেন্দ্রের প্রার্থী রাহুল গান্ধী। আমি তাঁকে গান্ধী নামে ডাকতে পারি না। তিনি একজন নিম্নস্তরের নাগরিকে পরিণত হয়েছে। যাকে গান্ধী পদবীতে আর ডাকা যায় না। গান্ধী পদবীর অযোগ্য তিনি। আমি গত দুই দিন ধরে তাঁকে গান্ধী বলছি না।'

Shahjahan Sheikh: প্রিজন ভ্যানে বসে মেয়েকে দেখে কাঁন্না শাহজাহানের, স্ত্রীকে বললেন খেয়াল রাখতে

মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের রাহুল গান্ধীর মন্তব্যে ক্ষুব্ধ আলোয়ার। কেরলে তাঁর সাম্প্রতিক নির্বাচনী সমাবেশে রাহুল গান্ধী জানতে চেয়েছেন কেন পিনারাই বিজয়নকে কেন্দ্রীয় এজেন্সি এখনও পর্যন্ত জিজ্ঞাসাবাদ করছে না , কেন গ্রেফতার করছে না। যদিও বাম নেতার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ উঠেছিল। সিপিএম নেতা তথা কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বিরুদ্ধে রাহুল গান্ধীর মন্তব্য নিয়ে তোলপাড় শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। আনোয়ার এদিন বলেন, 'নেহরু পরিবারে কি এরকম সদস্য থাকবে? নেহরু পরিবারে জন্মগ্রহণকারী কেউ কি তা বলতে পারবে? এটা নিয়ে আমার অনেক মনে সন্দেহ রয়েছে। আমি মনে করি রাহুল গান্ধীর ডিএনএ পরীক্ষা করা উচিৎ। জওহরলাল নেহরুর নাতি হওয়ার কোনও অধিকার নেই রাহুল গান্ধীর। আমাদের ভাবতে হবে রাহুল গান্ধী মোদীর এজেন্ট কিনা! '

Amit Shah: মমতার হিম্মত নেই সিএএ আটকানোর, ভোট প্রচারে হুংকার অমিত শাহের

 

আনোয়ারের মন্তব্যে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে কংগ্রেস। রাজ্য কংগ্রেসের ভারপ্রাপ্ত সভাপতি এম এম হাসান বলেছেন, দল আনোয়ারের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে। হাসান আরও বলেন, পুলিশ অবিলম্বে আনোয়ারের বিরুদ্ধে মামলা করবে। আনোয়ার রাহুল গান্ধীর সঙ্গে নেহরু পরিবারকেও অপমান করেছেন। নোংরা ভাষা প্রয়োগ করেছেন। তিনি আরও বলেছেন, আনোয়ার হলেন গডসের নতুন অবতার। তাঁর কথা গডসের বুলেটের তুলনায় বেশি মারাত্মক। এজাতীয় মন্তব্য করা ঠিক নয় বলেও দাবি করেন তিনি।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

News Round Up: মোদীর রানাঘাটে জনসভা থেকে নানুরে তৃণমূল বুথ সভাপতি খুন- সারা দিনের খবর এক ক্লিকে
Babri Masjid Bengal : কেউ পক্ষে, কেউ সরব নিন্দায়! বঙ্গে বাবরি মসজিদ নিয়ে ফাটল খোদ মুসলিম সমাজেই!