ধোঁয়াশাছন্ন দিল্লির আকাশ,প্রবল ধোঁয়াশায় ব্যাহত রেল ও বিমান চলাচল

ধোঁয়াশাছন্ন দিল্লির আকাশ । প্রবল ধোঁয়াশার কারনে ১০০ কিলোমিটারের মধ্যে থাকা যানবাহনগুলো দেখা যাচ্ছে না সড়কগুলোতে।যার প্রভাব পড়ছে রেল ও বিমান চলাচলেও।

বিগত বেশ কয়েকদিন ধরেই ধোঁয়াশাছন্ন দিল্লির আকাশ। ধোঁয়াশা এমনই গাঢ় যে এর ফলে দৃশ্যমানতা কমে গেলো রাজধানীতে। যার প্রভাব পড়ছে রেল ও বিমান চলাচলেও। ধোয়াঁশা এতটাই পুরু যে ১০০ কিলোমিটারের মধ্যে থাকা যানবাহনকে দেখা যাচ্ছে না সড়কগুলোতে। যার প্রভাবে ঘটতে পারে মারাত্মক সমস্ত দুর্ঘটনা। সেই আশঙ্কা থেকেই রাস্তাঘাটে আগাম সতর্কতা জারি করলো দিল্লি প্রশাসন। বায়ুর গুণগতমান যেহারে নিম্নমুখী তাতে দিল্লিবাসীর স্বাস্থ্যের কোথাও উড়িয়ে দিতে পারছে না সরকার। তাই সব মিলিয়ে এখন বেশ চিন্তার ভাঁজ পড়ছে দিল্লি সরকারের কপালে।

শনিবার বেলা থেকেই দিল্লিবাসী দেখেনি সূর্যের মুখ। যার ফলে বাতাসের গুনগত মান নেমেছে আরও নিচে। রাজধানী এবং আশপাশের বাতাসে ঘন কুয়াশার মাত্রা এতটাই বেড়ে গিয়েছে যে, পালম বিমানবন্দরের কাছে দৃশ্যমানতা নেমে গিয়েছে ১০০ মিটারে। সফদরগঞ্জে ২০০ মিটার।ধুলোজনিত কারণে এর আগে পাঞ্জাবের পাতিয়ালাতে ও রাজস্থানের গঙ্গানগরে দৃশ্যমানতা ছিল দিল্লির চেয়েও কম। কিন্তু ধোঁয়াশার কারণে দিল্লি এখন চাপিয়ে গেছে সকলকেই। পুরোনো যানগুলি যেগুলো বায়ুদূষণের অন্যতম কারণ সেগুলো চলাচলের উপর নিষেধাজ্ঞা ইতিমধ্যেই জারি করেছে দিল্লি সরকার।

Latest Videos

Share this article
click me!

Latest Videos

ফের বড়সড় অভিযানে ইডি! একাধিক ঠিকানায় একযোগে ইডির হানা! দেখুন | ED Raid Today
‘পুলিশ না থাকলে তৃণমূলকে কেউ ভয় পেতো না’ মমতাকে ঝাঁঝালো আক্রমণ সুকান্তর! দেখুন কী বললেন | Sukanta M
‘চাকরিপ্রার্থীদের মুখোমুখি হওয়ার ভয়ে মমতা দার্জিলিং পালিয়েছে’ শুভেন্দুর তীব্র আক্রমণ মমতাকে!
'আমি কিছু করিনি, আমায় ফাঁসিয়েছে বিনীত গোয়েল' চিৎকার সঞ্জয় রায়ের | Sanjay Roy | RG Kar Case
‘পশ্চিমবঙ্গের হিন্দুদের ক্ষমতা এবার দেখবে তৃণমূল’ তৃণমূলকে হুঙ্কার শুভেন্দুর! | Suvendu Adhikari