- Home
- West Bengal
- Kolkata
- Kolkata Metro Railway: লাগাতার বৃষ্টিতে টানেলে জল, অফিস টাইমে ফের ব্যাহত মেট্রো পরিষেবা
Kolkata Metro Railway: লাগাতার বৃষ্টিতে টানেলে জল, অফিস টাইমে ফের ব্যাহত মেট্রো পরিষেবা
Kolkata Metro: সোমবার সপ্তাদের শুরুতেই মেট্রো ভোগান্তি। ফের ব্যাহত মেট্রো পরিষেবা। অফিস টাইমে ঠিকমতপরিষেবা না মেলায় মেট্রো ধরতে গিয়ে নাজেহাল যাত্রীরা। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

ব্যাহত মেট্রো পরিষেবা
সপ্তাহের শুরুতেই কবি সুভাষ রুটে ব্যাহত মেট্রো পরিষেবা। সোমবার সকাল থেকেই বিপর্যস্ত মেট্রো পরিষেবা। ফলে বাড়ি থেকে অফিসের জন্য বেরিয়ে ব্যাপক ভোগান্তিতে নিত্যযাত্রীরা।
কোন কোন রুটে বন্ধ মেট্রো পরিষেবা
মেট্রোরেল কর্তৃপক্ষ সূত্রে খবর, এই মুহুর্তে কবি সুভাষ থেকে ময়দান পর্যন্ত স্বাভাবিক মেট্রো পরিষেবা। তবে দক্ষিণেশ্বর থেকে গিরীশ পার্ক পর্যন্ত ব্যাহত পরিষেবা।
ফের বিপত্তি কলকাতা মেট্রো পরিষেবায়
গিরিশ পার্ক মেট্রো স্টেশনের লাইনে জল জমার ফলে মেট্রো পরিষেবা ব্যাহত । ময়দান থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো চলাচল আপাতত বন্ধ ।
কোথা থেকে চলছে মেট্রো পরিষেবা
সূত্রের খবর, আপাতত দক্ষিণেশ্বর থেকে গিরীশ পার্ক এবং কবি সুভাষ থেকে ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা সচল । তবুও গন্তব্যে যেতে ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের।
মাঝের অংশে বন্ধ পরিষেবা
একটানা বৃষ্টির কারণে টানেলে জল জমে যাওয়ায় এই ভোগান্তি। সূত্রের খবর, চাঁদনি চক ও সেন্ট্রাল স্টেশনের মাঝে লাইনের উপর জল জমে গিয়েছে। যার ফলে ময়দান থেকে কবি সুভাষ এবং গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলছে মেট্রো।
পাম্প দিয়ে জল বার করতে হচ্ছে
মেট্রোরেল কর্তৃপক্ষ সূত্রে খবর,, মাঝের অংশ আপাতত বন্ধ রয়েছে মেট্রো পরিষেবা। পাম্প দিয়ে জল বার করার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে পুরোপুরি পরিষেবা শুরু করতে বেশ কিছুটা সময় লাগবে বলে জানানো হয়েছে।
এর আগেও মেট্রোয় ভোগান্তি
গত শনিবারও একই কারণে শুরু হয়েছিল মেট্রোয় ভোগান্তি। যতীন দাস পার্ক এবং নেতাজি ভবন স্টেশনের মাঝের নালায় অতিবৃষ্টির কারণে জল জমে যাওয়ায় পাইপ ফেটে মেট্রো লাইনে জল ভরে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। যারফলে প্রায় ঘন্টাখানেক বন্ধ ছিল যতীনদাস পার্ক ও কালীঘাট মেট্রো পরিষেবা।

