- Home
- West Bengal
- Kolkata
- Suvendu Adhikari: কসবা গণধর্ষন কাণ্ডে বড় আন্দোলনের হুঁশিয়ারি শুভেন্দুর, মমতাকে তুলোধনা বিরোধী দলনেতার
Suvendu Adhikari: কসবা গণধর্ষন কাণ্ডে বড় আন্দোলনের হুঁশিয়ারি শুভেন্দুর, মমতাকে তুলোধনা বিরোধী দলনেতার
Suvendu On Kasba Case: সময় যত গড়াচ্ছে ততই নিত্যনতুন তথ্য সামনে আসছে কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষনের ঘটনায়। প্রতিবাদ অব্যাহত বিরোধীদের। এবার আরও বড় প্রতিবাদ মিছিলের হুঁশিয়ারি দিলেন বিরোধি দলনেতা শুভেন্দু অধিকারী। বিশদে জানুন…

কসবা নিয়ে শুভেন্দুর হুঁশিয়ারি
কসবা কাণ্ডে শাসক শিবিরকে আক্রমণের ঝাঁজ আরও বাড়ালেন রাজ্যের বিরোধি দলনেতা শুভেন্দু অধিকারী। আগামী ২ জুলাই বুধবার কসবা কাণ্ডের প্রতিবাদে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
ফের পথে নামবে বিজেপি?
জানা গিয়েছে, বিরোধি দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আগামী ২ জুলাই সাউথ ক্যালকাটার কসবা ল কলেজ ক্যাম্পাস পর্যন্ত আন্দোলনের ডাক দিয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব।
শুভেন্দুর দাবি
রবিবারই গোলপার্ক থেকে গড়িয়াহাট পর্যন্ত মশাল মিছিল করে গেরুয়া শিবির। নেতৃত্বে ছিলেন শুভেন্দু অধিকারী। সেই মিছিল থেকেই শুভেন্দুর হুঁশিয়ারি, ‘’আগামী ২ জুলাই কসবা অভিযান হবে। পশ্চিমবঙ্গ পুলিশকে জানিয়ে দিয়েছে বিজেপি যুব মোর্চা।''
মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ
রবিবারের মিছিল থেকে ফের তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। বলেন, ‘’কসবা অভিযান হবে। মায়েরা ঝাঁটা নিয়ে আসবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কত ক্ষমতা আমরা দেখতে চাই।''
লড়াই জারির বার্তা শুভেন্দু অধিকারীর
এদিন শুভেন্দু আরও বলেন, ‘’লড়াই জারি রাখতে হবে। আগামীকালও মিছিল হবে। আজ যাঁরা এসেছেন, আগামীকাল আরও ১০০ জন সঙ্গে নিয়ে আসবেন। কসবা ঢুকব আমরা।''
পুলিশকে হুঁশিয়ারি
কসবা অভিযান প্রসঙ্গে পুলিশকে হুঁশিয়ারি দিয়ে বিরোধি দলনেতা আরও বলেন, ‘’কসবা ঢুকব আমরা। কোনও শক্তি আটকাতে পারবে না। মনোজ বর্মা বিনীত গোয়েলকে জুটিয়ে নিন। পারবেন না আটকাতে। আমি যেভাবে মহেশতলার রবীন্দ্রনগরে ঢুকেছি, ধুলিয়ানে ঢুকেছি, এখানেও ঢুকব। সবার মুখোশ খুলে বের করে আনব।''
বিজেপির মুখে অভয়া প্রসঙ্গ
রবিবার বিজেপির মিছিল শেষের পর শুভেন্দুর মুখে অভয়ার প্রসঙ্গও শোনা যায়। তিনি বলেন, ‘’আমি অভয়ার বাড়ি যাব। আমি অভয়ার বাবা-মাকে বলব গত বছর আপনারা পতাকা ছাড়া নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন। এই বছরও ৯ অগাস্ট নবান্ন অভিযানের ডাক দিন।''
মমতাকে ফের হুঁশিযারি গেরুয়া শিবিরের
শুভেন্দু অধিকারী আরও বলেন, ‘’আমরা ২৬-এর নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও একবার দেখিয়ে দিতে চাই এইভাবে আমাদের বাড়ির মেয়েদের মেরে ফেলতে, সম্মান নষ্ট করতে পারেন না।''
হুল উৎসবে মিছিলের ডাক
সোমবার আদিবাসীদের হুল উৎসব পালনের পর যেখানে যেখানে উৎসব হবে না সেখানে মিছিলের ডাক দিয়েছেন তিনি। প্রত্যেক জেলাতে মিছিল হবে। এই লড়াই থামার নয় বলেও জানিয়েছেন তিনি।
আর নয় এই ধরনের ঘটনা
শুভেন্দু অধিকারী আরও বলেন, ‘’পার্কস্ট্রিট, কামদুনি, অভয়া, কসবা অনেক হয়েছে। আর নয়। বগটুই ঘটেছে। মমতা বন্দ্যোপাধ্যায় আর নই।''

