৪ কোটির প্রতারণা একাধিক দোকানে, ইউপিআই ব্যবহার করতে গিয়ে জালিয়াতির শিকার, গ্রেফতার ১২

ইলেক্ট্রনিক্সের শো রুম থেকে সাধারণ লোক টিভি, ফ্রিজ-সহ বেশ কিছু জিনিস কিনেছে। ইউপিআই পেমেন্ট করবে বলে স্ক্যানার চায়। তারপর টাকা দিয়ে চলে যেত তারা। জিনিস পাওয়ার পর আসল খেলা শুরু হয়।

ফাঁদে পড়ে ৪ কোটির প্রতারণা একাধিক দোকানে। রাজস্থানে চলছে জালিয়াতি। একটি গ্যাং লুট করে চসেছে সাধারণ মানুষের টাকা। ইউপিআই ব্যবহার করে এই জালিয়াতির ফাঁদে পড়েছেন অনেকে। এখনও পর্যন্ত গ্রেফতার হয়েছে ১৩ জন। উদ্ধার হয়েছে ১.৭২ লক্ষ নগদ টাকা সঙ্গে ৫০ লক্ষ টাকার বৈদ্যুতিন সামগ্রী।

হায়দরাবাদের বেশ কয়টি দোকান রয়েছে বাজাজ ইলেক্ট্রনিক্সের। সম্প্রতি কর্তৃপক্ষের তরফে শহরের সায়বারাবাদ, হায়দরাবাদ, রাচাকোন্ডা এবং অন্যান্য থাকায় বেশ কয়টি অভিযোগ দায়ের হয়েছে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে প্রতিটি ঘটনা ঘটেছে একই ভাবে। তদন্ত শুরু করে পুলিশ। শেষে ধরা পড়ে একটি গ্যাং। যাদের কিছু লোক রাজস্থানে এবং কিছু লোক হায়দরাবাদে থাকে।

Latest Videos

জানা গিয়েছে, বাজাজ ইলেক্ট্রনিক্সের শো রুম থেকে সাধারণ লোক টিভি, ফ্রিজ-সহ বেশ কিছু জিনিস কিনেছে। ইউপিআই পেমেন্ট করবে বলে স্ক্যানার চায়। তারপর টাকা দিয়ে চলে যেত তারা। জিনিস পাওয়ার পর আসল খেলা শুরু হয়।

যে টাকা ট্রান্সফার করা হয়েছিল, সেই টাকা ব্যাঙ্কে ডিসপুট ট্রানজ্যাকশন দেখিয়ে ক্যাশব্যাকের দাবি করা হয়। এরপরই জাতিয়াতির শিকার হচ্ছেন তারা।

তদন্তে নেমে জানতে পারে পুলিশ। এই নতুন পদ্ধতিতে প্রতারণা শুরু করেছে এক গ্যাং। ২০ থেকে ২৫ বছর বয়সী ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসা করা হয়েছে সোমরাজ, সুনীল, শারওয়ান, শিবলাল, রমেশ, শ্রাবণ, পাপ্পুরাম, শ্রাভন, রাকেশ, রমেশ ও অশোক কুমারকে। 

সদ্য প্রকাশ্য এসেছে এই খবর। ইউপিআই ব্যবহার করে জালিয়াতির শিকার হচ্ছেন অনেকেই। এবার থেকে এই বিষয় সতর্ক হন। 

 

 

 

Share this article
click me!

Latest Videos

‘সবরমতি রিপোর্ট’ দেখলেন বিজেপির হেভিওয়েটরা! দেখুন কী বার্তা দিলেন সিনেমার ব্যপারে | Sabarmati Report
বাগদায় ফের চলল বুলডোজার! হাইকোর্টের নির্দেশে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হল ৬টি দোকান | Bagdah News
নার্স হেনস্থার ঘটনায় বড় পদক্ষেপ! হাসপাতাল চত্বরে কড়া সিসিটিভি নজরদারি | Birbhum News Today
টাকা 'হজম' করার আগেই ধরে ফেলে খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | Awas Yojana
Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি