মেয়াদ ফুরোচ্ছে বাংলার ৫ সাংসদের, ২৬ মার্চ রাজ্যসভার ভোট

Published : Feb 25, 2020, 10:29 AM ISTUpdated : Feb 25, 2020, 11:11 AM IST
মেয়াদ ফুরোচ্ছে বাংলার ৫ সাংসদের,  ২৬ মার্চ রাজ্যসভার ভোট

সংক্ষিপ্ত

এপ্রিলেই মেয়াদ ফুরোচ্ছে  ৫৫ জন রাজ্য়সভার সাংসদের মেয়াদকাল ফুরোনোর  আগেই ২৬ মার্চ রাজ্য়সভার ভোট  এমনই জানিয়ে দিল নির্বাচন কমিশন  ৬ মার্চ জারি করা হবে বিজ্ঞপ্তি  

এপ্রিলেই মেয়াদ ফুরোচ্ছে ১৭ রাজ্য়ের ৫৫ জন রাজ্য়সভার সাংসদের। মেয়াদকাল ফুরোনোর  আগেই ২৬ মার্চ ফের হতে চলেছে রাজ্য়সভার ভোট। এমনই ঘোষণা করেছে নির্বাচন  কমিশন।

দিনভর ভিজবে কলকাতা, আগাম সতর্ক করল হাওয়া অফিস 

৬ মার্চ জারি করা হবে বিজ্ঞপ্তি। তার আগেই চলতি বছরে রাজ্য়সভার নির্বাচনের খুঁটিনাটি তুলে ধরল নির্বাচন কমিশন। কমিশনের বিবরণ বলছে, বিজ্ঞপ্তি জারির  পরই ১৩ মার্চের মধ্য়ে মনোনয়ন জমা দিতে হবে প্রার্থীদের। বাংলা থেকে এপ্রিলেই রাজ্য়সভা সাংসদের মেয়াদকাল ফুরোচ্ছে ৫ সাংসদের। যাদের  মধ্য়ে নাম রয়েছে, ঋতব্রত বন্দ্য়োপাধ্যায়, আহমেদ হাসান ইমরান,মনীশ গুপ্ত, যোগেন চৌধূরী ছাড়়াও তৃণমূলের কানওয়ার দীপ সিংহের। দল নতুন করে মনোনীত করলে বাকি রাজ্য়ের প্রার্থীদের সঙ্গে ১৬ মার্চের মধ্য়ে এদের মনোনয়নের স্ক্রুটিনি করবে কমিশন। এরপরই ২৬ মার্চ ভোটপর্ব।

মানা হয়নি নিয়ম, দক্ষিণ দমদম পুরসভার আসনের তালিকা বাতিল করল হাইকোর্ট

আগামী ২ এপ্রিল মেয়াদকাল ফুরোচ্ছে বাংলার ৫ সাংসদের। আগে বাম সাংসদ থাকলেও এখন তৃণমূলে রয়েছেন রাজ্য়সভার সাংসদ ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায়। এই তালিকায় রয়েছেন আহমেদ হাসান ইমরান ছাড়াও কানওয়ার দীপ সিং বা  কেডি সিং। রাজ্য়সভার সাংসদ পদে থাকলেও বহুদিন ধরেই দলের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে কানওয়ার দীপ সিংয়ের। নারদা স্টিং অপারেশনে পুরো পরিকল্পনা কানওয়ারের  মস্তিস্কপ্রসূত বলেই দাবি  করেছেন অনেকে। এরপর থেকেই দলের সঙ্গে দূরত্ব  বেড়েছে কেডি সিংয়ের। 

রাজ্য়  রাজনীতির  ইতিহাস বলছে, ম্যাথু স্যামুয়েলের স্টিং অপারশেনের জেরে বিপাকে পড়তে হয় তৃণমূলের তাবড় নেতৃত্বকে। যেখানে গোপন ক্যামেরায় তাদের টাকা নেওয়ার ছবি ধরা  পড়ে। ইতিমধ্য়েই  যা নিয়ে বিপাকে পড়েছেন ঘাসফুলের নেতারা। যদিও নারদাকাণ্ডে টাকা নেওয়ার কথা স্বীকার করলেও তৃণমূলের সাংসদ কাকলী ঘোষ দস্তিদার জানান, অনুদান হিসাবে ওই টাকা নিয়েছিলেন তিনি। এর রশিদও রয়েছে। 

এবার নোংরা জল শোধন করেই রাস্তা ও গাড়ি ধোয়া, পুনর্ব্যবহারের পরিকল্পনায় এনকেডিএ

কালীঘাটে  কান পাতলে শোনা যাচ্ছে, দলের এই সাংসদদের ফের রাজ্য়সভায় পাঠানো নিয়ে  দ্বিমত রয়েছে তৃণমূলেই। শীঘ্রই এ নিয়ে বৈঠকে বসতে পারেন তৃণমূল নেত্রী। 

   


 

PREV
click me!

Recommended Stories

প্রার্থী পদ বিক্রি ৫ কোটিতে, এই দাবির পরই নভজ্যোত সিধু ও তাঁর স্ত্রীকে সাসপেন্ড করল কংগ্রেস
৮২৭ কোটি টাকা যাত্রীদের এখনও পর্যন্ত ফেরত দিয়েছে , বিবৃতি দিয়ে জানিয়ে দিল IndiGo