'বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করুক সরকার,' আর্জি আরএসএস-এর

বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন করা হলেও, দেশে এখনও শান্তি ফেরেনি। সারা বাংলাদেশেই বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে। বিশেষ করে হিন্দুদের উপর অত্যাচার নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ-সহ সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)। এক বিবৃতিতে আরএসএস-এর সরকার্যবাহ দত্তাত্রেয় হোসাবালে জানিয়েছেন, ‘বাংলাদেশে গত কয়েকদিন ধরে শাসনভার বদলের প্রক্রিয়া চলাকালীন হিন্দু, বৌদ্ধ ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর ঘটে চলা হিংসা, অত্যাচারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। নির্দিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করে হত্যা, লুটপাট, অগ্নি সংযোগ, মহিলাদের উপর ঘৃণ্য অপরাধের মতো নৃশংস ঘটনা দেখা যাচ্ছে। হিন্দু ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচার চালানো হচ্ছে। বাংলাদেশে হিন্দু মন্দিরগুলিতে হামলা চালানো হচ্ছে। এই ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না।’

বাংলাদেশের ঘটনার নিন্দায় আরএসএস

Latest Videos

আরএসএস সরকার্যবাহ আরও বলেছেন, ‘বাংলাদেশের ঘটনার কড়া নিন্দা করছে আরএসএস। আমরা আশা করি, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অবিলম্বে এই ধরনের ঘটনা বন্ধ করার জন্য কঠোর ব্যবস্থা নেবে। অত্যাচারিত ব্যক্তিদের জীবন, সম্পত্তি ও সম্মান রক্ষা করার জন্য বাংলাদেশ সরকারকে উপযুক্ত ব্যবস্থা করতে হবে। সারা বিশ্বের সব সম্প্রদায় এবং ভারতের সব রাজনৈতিক দলের কাছে আমাদের আবেদন, এই জটিল সময়ে হিন্দু, বৌদ্ধ-সহ অত্যাচারিত সম্প্রদায়গুলির পাশে দাঁড়ান। বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হিসেবে ভারত সরকার বাংলাদেশের এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চাইছে। সরকারের কাছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের আর্জি, বাংলাদেশে যাতে হিন্দু, বৌদ্ধ-সহ সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা যায়, সেই ব্যবস্থা নেওয়া হোক।’

 

 

বাংলাদেশে হিন্দুদের প্রতিবাদ

শুক্রবার বাংলাদেশের রাজধানী ঢাকার শাহবাগে অত্যাচার, বাড়ি-দোকান ভাঙচুর, অগ্নি সংযোগের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হন হিন্দুরা। অন্তত এক লক্ষ হিন্দু জড়ো হয়েছিলেন। বিক্ষোভকারীরা জানিয়েছেন, তাঁরা কেউ দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেবেন না। নিজেদের জন্মস্থানেই থেকে তাঁরা লড়াই করবেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

'১৯৭১ সালের চেয়েও খারাপ পরিস্থিতি, মায়ের কী হবে জানি না,' কলকাতায় আতঙ্কে চট্টগ্রামের যুবক

বাংলাদেশের শরণার্থীদের জন্য দরজা খুলবে না ভারত, শুভেন্দুদের আবেদন নাকচ করে কারণ জানাল কেন্দ্র

Share this article
click me!

Latest Videos

‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি