সংক্ষিপ্ত

বাংলাদেশে অস্থিরতা চরমে। ছাত্র আন্দোলন পরবর্তীকালে শেখ হাসিনা-বিরোধী আন্দোলনে পরিণত হয়। শেখ হাসিনা দেশ ছাড়ার পর সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ চলছে।

ব্যক্তিগত কাজে কিছুদিন আগে কলকাতায় এসেছিলেন। এখনও এই শহরেই আছেন বাংলাদেশের নাগরিক এক যুবক। কিন্তু মা চট্টগ্রামে নিজেদের বাড়িতে। সেখানে পরিস্থিতি ভয়াবহ। হিন্দুদের উপর হামলা চালানো হচ্ছে। ফলে মায়ের নিরাপত্তা নিয়ে চিন্তিত এই যুবক। চিহ্নিত হয়ে যাওয়ার আশঙ্কায় নাম প্রকাশে অনিচ্ছুক এই যুবকের দাবি, 'বাংলাদেশের পরিস্থিতি ১৯৭১ সালের চেয়েও খারাপ। সারা দেশেই আক্রান্ত হচ্ছেন হিন্দুরা। আমাদের চট্টগ্রামের অবস্থাও একেবারেই ভালো নয়। হিন্দুদের বাড়ি, দোকান, মন্দিরে ভাঙচুর চালানো হচ্ছে, আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। মা চট্টগ্রামে আছে। মায়ের কী হবে জানি না। আমি প্রচণ্ড আতঙ্কে আছি। কবে দেশে ফিরতে পারব জানি না। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে বুঝতে পারছি না।'

ময়মনসিংহেও পরিস্থিতি ভয়াবহ

ময়মনসিংহের যুবক প্রণয় চন্দ্রও আতঙ্কে। তিনি জানিয়েছেন, 'এখনও পর্যন্ত আমাদের বাড়িতে কেউ হামলা চালাতে আসেনি। তবে আশেপাশের অঞ্চলে অবস্থা খুব খারাপ। একদল লোক আমাদের এক আত্মীয়র বাড়িতে হামলা চালিয়ে অনেক জিনিসপত্র লুট করে নিয়ে গিয়েছে। ওরা গোয়াল থেকে চারটি গরুও নিয়ে গিয়েছিল। একটি গরু উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি গরুগুলি এখনও পাওয়া যায়নি। আমার কাকার শ্বশুরবাড়িতে একদল লোক আগুন লাগিয়ে দিয়েছে।'

ভারতের সাহায্যের আশায় যশোরের তরুণ

যশোরের তরুণ সিন্দাবাদ কুমার জানিয়েছেন, 'বাংলাদেশের হিন্দুদের দিন খুব খারাপ যাচ্ছে। বিভিন্ন জায়গায় ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। সব দোকানে লুটপাট চালানো হয়েছে। হিন্দুদের সব শেষ হয়ে যাচ্ছে। ভারত সরকার যদি এর মধ্যে বাংলাদেশের হিন্দুদের জন্য কিছু করতে পারে, তাহলে সবাই বেঁচে যাবে।'

বরিশালেও আতঙ্কে হিন্দুরা

বরিশাল সদরের বাসিন্দা অমৃতলাল দে কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ তপঙ্কর চক্রবর্তী জানিয়েছেন, 'বিভিন্ন জায়গায় হিন্দুদের উপর হামলা চালানো হচ্ছে। আমরা সবাই আতঙ্কে আছি।' বরিশালের অপর এক বাসিন্দা নিক্সন হালদার জানিয়েছেন, 'বাংলাদশে হিন্দুরা আর থাকতে পারবে না। যত দিন যাচ্ছে অত্যাচার বাড়ছে।'

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

বাংলাদেশ জুড়ে হিন্দুদের ওপর অকথ্য নির্যাতন! বাগেরহাটে সবার সামনে কুপিয়ে খুন স্কুল শিক্ষক

বাংলাদেশে প্রতিশোধের রাজনীতিতে ২০ আওয়ামি লীগ নেতা খুন, টার্গেট হিন্দুরা

YouTube video player