প্রজাতন্ত্র দিবসে সবচেয়ে বড় ড্রোন শো-এর সাক্ষী থাকবে দেশ, এলসিএ প্রচন্ড, সাড়ে তিন হাজার ড্রোনের পাশাপাশি থাকছে বিশেষ চমক

Published : Jan 21, 2023, 04:13 PM IST
Republic Day

সংক্ষিপ্ত

এই বছর থাকছে আরও একাধিক চমক। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, এই প্রথম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অংশ নেবে সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি লাইট কমব্যাট হেলিকপ্টার প্রচন্ড।

৭৪ তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে থাকছে বিশেষ চমক। বিটিং দ্য রিট্রিটে সবচেয়ে বড় ড্রোন শোয়ের সাক্ষী থাকবে। আগের বাড়ের তুলনায় ড্রোনের পরিমাণও কয়েক হাজার বাড়বে বলে ড্রোনের সংখ্যাও। এবারের ড্রোন শো-তে থাকবে সাড়ে তিন হাজার জনহীন বায়বীয় বাহন। গত বছর এই শোতে ব্যবহার হয়েছিল এক হাজার ড্রোন। এবার সেই সংখ্যা বেড়ে দাঁড়াল সাড়ে তিন হাজার। এছাড়াও এই বছর থাকছে আরও একাধিক চমক। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, এই প্রথম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অংশ নেবে সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি লাইট কমব্যাট হেলিকপ্টার প্রচন্ড।

এই বছর ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে থাকছে একের পর এক এক চমক। বিশাল ড্রোন শো-সহ থাকছে একাধিক নতুন চমকও। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে প্রায় সাড়ে তিন হাজার ড্রোন। শুধু তাই নয় প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠানের দিন দিল্লির ‘কর্তব্য পথ’-র উপর দিয়ে যাবে ফ্লাই পাস্ট। যাতে এই প্রথম অংশ নিতে চলেছে সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি লাইট কমব্যাট হেলিকপ্টার প্রচন্ড। অনুষ্ঠানে বাজানো হবে রাগ ভূপালী। ২৩ জানুয়ারি থেকেই শুরু হয়ে যাবে অনুষ্ঠানের প্রস্তুতি। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকীর অনুষ্ঠান দিয়েই শুরু হবে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান। বিটিং দ্য রিট্রিটে অনুষ্ঠান হবে ২৯ জানুয়ারি। ৩০ জানুয়ারি মহাত্মা গান্ধীর প্রয়ান দিবসে শেষ হবে অনুষ্ঠান।

আরও  পড়ুন - 

রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার মধ্যেই জম্মু ও কাশ্মীরে জোড়া বিস্ফোরণ, প্রশ্নের মুখে কংগ্রেস নেতার নিরাপত্তা

'মহামানব' তিঁনি যার কোনও স্বীকৃতির প্রয়োজন নেই, কীভাবে পেলেন 'নেতাজি' এবং 'দেশ নায়ক' উপাধি

নেতাজির সঙ্গে আরএসএস-এর আদর্শ খাপ খায় না, জন্মদিন পালন নিয়ে কড়া বার্তা মেয়ের

PREV
click me!

Recommended Stories

প্রার্থী পদ বিক্রি ৫ কোটিতে, এই দাবির পরই নভজ্যোত সিধু ও তাঁর স্ত্রীকে সাসপেন্ড করল কংগ্রেস
৮২৭ কোটি টাকা যাত্রীদের এখনও পর্যন্ত ফেরত দিয়েছে , বিবৃতি দিয়ে জানিয়ে দিল IndiGo