Republic Day Tableaux: ট্যাবলো ইস্যুতে বাংলার আবেদন খারিজ, রাজনাথের চিঠি তামিলনাডুকে

রাজনাথ সিং তাঁর লেখা চিঠিতে বলেছেন, ট্যাবলো বাছাইয়ের জন্য একটি কমিটি থাকে। সেই কমিটি সম্পূর্ণ সিদ্ধান্ত নেয়। চলতি বছর বিশেষজ্ঞ কমিটি ২৯টি ট্যাবলো বেছে নিয়েছে প্যারেডের জন্য। তাই এই আবেদন পুনর্বিবেচনা করা হবে না বলেও জানিয়েছেন তিনি। তিনি আরও বলেছেন গত কয়ক বছর তামিলনাড়ু এই একই ছক মেনেই প্রজাতন্ত্র দিবসের প্যারেডে সামিল হয়েছিল।  

Web Desk - ANB | Published : Jan 18, 2022 10:06 AM IST / Updated: Jan 19 2022, 09:51 AM IST

সাধারণতন্ত্র দিবসের ট্যাবলো ইস্যুতে (Republic Day Tableaux Issue) পশ্চিমবঙ্গ (West Bengal) ও  তামিলনাড়ুর (Tamil Nadu) মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। কী ভাবে  সাধারণতন্ত্র দিবসের ট্যাবলো নির্বাচিত হয় তা নিয়ে বিস্তারিত তথ্য় তুলে ধরেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banrejee) ও তামিল মুখ্যমন্ত্রী স্ট্যালিনকে (MK Slatin) লেখা চিঠিতে। কেন্দ্রীয় সরকারের এক অধিকর্তা জানিয়েছেন দুই রাজ্যের আবেদন খারিজ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। কোনও রাজ্যের আবেদন পুনর্বিবেচনা করা হবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে। কেন্দ্রীয় সরকারি এক আধিকারিক সংবাদ সংস্থা এনএনআইকে জানিয়েছেন পশ্চিমবঙ্গের ট্যাবলো খারিজের কথা জানান হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে।   অন্যদিকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনই সাধারণতন্ত্র দিবসের ট্যাবলো ইস্যুতে দুই রাজ্যের তীব্র সমালোচনা করেছেন। একই সঙ্গে বিষয়টি নিয়ে রাজনীতি বন্ধ করতেও আর্জি জানিয়েছেন তিনি। চলতি বছর সাধারণতন্ত্র দিবস উপলক্ষ্যে পশ্চিমবঙ্গে ও তামিলনাড়ুর ট্যাবলো বাতিল করে কেন্দ্রীয় সরকার। 


প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে বাংলার পক্ষ থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনের একটি ট্যাবলো পাঠান হয়েছিল। অন্যদিকে তামিল নাড়ুর পক্ষ থেকে স্বাধীনতা আন্দোলনকারী ভিও চিদাম্বরানারে ওপর তৈরি করা একটি ট্যাবলো পাঠান হয়েছিল। কিন্তু দুটি ট্যাবলোউ খারিজ করে দেয় কেন্দ্রীয় সরকার। তারপর দুই রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের কাছে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানিয়েছিলেন। সেই আবেদনই কেন্দ্রীয় সরকার খারিজ করে দিয়েছে। 

রাজনাথ সিং তাঁর লেখা চিঠিতে বলেছেন, ট্যাবলো বাছাইয়ের জন্য একটি কমিটি থাকে। সেই কমিটি সম্পূর্ণ সিদ্ধান্ত নেয়। চলতি বছর বিশেষজ্ঞ কমিটি ২৯টি ট্যাবলো বেছে নিয়েছে প্যারেডের জন্য। তাই এই আবেদন পুনর্বিবেচনা করা হবে না বলেও জানিয়েছেন তিনি। তিনি আরও বলেছেন গত কয়ক বছর তামিলনাড়ু এই একই ছক মেনেই প্রজাতন্ত্র দিবসের প্যারেডে সামিল হয়েছিল।  

অনেকটা একই সুরে কথা বলেছেন নির্মলা সীতারমন।  সোশ্যাল মিডিয়ায় বলেছেন, ২৬ জানুয়ারি প্যারেডের সময় সীমিত। তাই যেসব রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চল ট্যাবলো পাঠায় তাদের মধ্যে কতগুলি ট্যাবলো বেছে নেওয়া হয় প্যারেডের জন্য। চলতি বছর রিপাব্লিকান ডে উপলক্ষ্য়ে কেন্দ্রীয় সরকার ৫৬টি ট্যাবলোর প্রস্তাব পেয়েছে। সেখান থেকে ২৯টি বেছে নেওয়া হয়েছে। এই ট্যাবলোগুলি বাছাইয়ের জন্য একটি বিশেষজ্ঞ কমিটি থাকে। তিনি বলেছেন ট্যাবলো নিয়ে যা হচ্ছে সেটা সস্তা রাজনীতি ছাড়া আর কিছুই নয়। একই সঙ্গে তিনি তথ্য পরিসংখ্যান তুলে ধরে জানিয়েছেন পশ্চিমবঙ্গ, কেরল ও তামিলনাড়ুর ট্যাবলো কোনও কোনও বছর প্রজাতন্ত্র দিবসের প্যারেডে স্থান পেয়েছে। 

UP Assembly Poll 2022: ১০ হাজার কর্মীর সঙ্গে প্রধানমন্ত্রীর কথা, 'টিম বারাণসী'কে অনেক পরামর্শ

Viral Video: 'উড়ন্ত হরিণ'র দেখা মিলল জঙ্গলে, যা দেখে অবাক নেটিজেনরা

COVID Wedding Plan: মহামারিকালে আইন না ভেঙেও ৪০০ অতিথি নিয়ে বিয়ে, তাক লাগাচ্ছেন বাংলার দম্পতি

Read more Articles on
Share this article
click me!