'নির্যাতিতার চোখে কী করে আঘাত লাগল?' RG kar-এর স্টেটাস রিপোর্ট দেখে প্রশ্ন সুপ্রিম কোর্টের

Published : Sep 30, 2024, 05:35 PM IST
rg kar

সংক্ষিপ্ত

আরজি কর কাণ্ডে সুপ্রিম কোর্টের নির্দেশ মত সিবিআই জমা দিয়েছে তদন্তের স্টেটাস রিপোর্ট। সেই স্টেটাস রিপোর্ট খতিয়ে দেখেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ।

সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি চলছে। সেখানেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশ মত সিবিআই জমা দিয়েছে তদন্তের স্টেটাস রিপোর্ট। অন্যদিকে কলকাতা পুলিশের প্রাক্তন নগরপাল বিনীত গোয়েলের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। অন্যদিকে আরজি কর মামলাতেও নিয়োগ দুর্নীতি-সহ একাধিক মামলার মত উঠেছে প্রভাবশালী তত্ত্ব।

স্টেটাস রিপোর্ট

আরজি কর কাণ্ডে সুপ্রিম কোর্টের নির্দেশ মত সিবিআই জমা দিয়েছে তদন্তের স্টেটাস রিপোর্ট। সেই স্টেটাস রিপোর্ট খতিয়ে দেখেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। তারপরই প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, 'সিবিআই তদন্তে অনেক গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। তারা তদন্ত চালিয়ে নিয়ে যাক। ' রিপোর্ট খতিয়ে দেখে বিচারপতি নির্যাতিতা তরুণী চিকিৎসকের চোখের আঘাত নিয়ে জানতে চান। সূত্রের খবর সিবিআই-এর জমা দেওয়া স্টেটাস রিপোর্টে মৃতার চোখে আঘাতের উল্লেখ রয়েছে। বিচারপতির প্রশ্ন কী করে ঘুমন্ত অবস্থায় আঘাত লাগতে পারে। যদিও সলিসিটার জেনারেল জানান চশমা খুলে না রাখার জন্যই এই আঘাত।

পুলিশ কমিশনারকে নিয়ে অভিযোগ

এদিন সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানির সময়ই আইনজীবী মহেশ জেঠমালানি সুপ্রিম কোর্টে বলেন, কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের বিরুদ্ধে এফআইআর করতে চেয়ে মামলা দায়ের করেছে। এই মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় শুনানি হয়নি। এই বিষয়টি হাইকোর্ট শুনতে পারবে কিনা তাও জানতে চান আইনজীবী। যদিও এখনও পর্যন্ত সুপ্রিম কোর্ট তার কোনও উত্তর দেয়নি।

এদিন আরজি কর মামলার শুনানির সময়ই নির্যাতিতাকে নিয়ে স্বল্পদৈর্ঘ্যের ছবি বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয়।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

৮২৭ কোটি টাকা যাত্রীদের এখনও পর্যন্ত ফেরত দিয়েছে , বিবৃতি দিয়ে জানিয়ে দিল IndiGo
IndiGo বিমান পরিষেবা বিভ্রাট নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, কী বলল শীর্ষ আদালত