জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য সস্ত্রীক ভারতে এসেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক।
210
প্রথম দিনের সম্মেলন শেষ করে পরেরদিন, অর্থাৎ ১০ সেপ্টেম্বর সাতসকালেই স্ত্রী অক্ষতা মূর্তিকে নিয়ে তিনি সোজা রওনা হলেন দিল্লির অক্ষরধাম মন্দিরে।
310
ভারতীয় বংশোদ্ভূত এই দম্পতি রবিবার সকালে পুজো দেওয়া সহ সম্পূর্ণ অক্ষরধাম মন্দিরের পরিবেশ ঘুরে দেখেছেন প্রায় এক ঘণ্টা ধরে।
410
ভারী বর্ষণ থেকে বাঁচাতে স্ত্রীয়ের মাথায় ছাতাও ধরতে দেখা গেল ব্রিটেনের প্রধানমন্ত্রীকে।
510
মন্দিরের পরিচালক জ্যোতিন্দ্র ডেভ বলেছেন যে, তাঁদের পুজো বেশ দীর্ঘ ছিল। সুনক অতি ভক্তিভরে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন। তিনি সম্পূর্ণ নিষ্ঠাবান ব্যক্তি।
610
২০২২ সালের অক্টোবর মাসে ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করার পর এটাই প্রধানমন্ত্রী হিসেবে ঋষি সুনকের প্রথম ভারত সফর।
710
রাখীবন্ধন উৎসব পালন করতে পারলেও, কৃষ্ণ জন্মাষ্টমী পালনের সুযোগ পাননি বলে আক্ষেপ করেছিলেন ঋষি সুনক ও অক্ষতা মূর্তি।
810
অক্ষরধাম মন্দিরে পুজো অর্পণ করে তাঁদের সেই আক্ষেপ নিবারণ হল।
910
মন্দিরের পূজারীরাও সাগ্রহে তাঁদের সাথে ছবি তোলায় যোগ দিলেন।
1010
রবিবার সকাল থেকেই তাঁদের জন্য দিল্লির রাস্তায় ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। উত্তাল বৃষ্টি এবং জলমগ্নতা উপেক্ষা করেই তাঁদের গাড়ি সঠিক সময়ে পৌঁছে গিয়েছে অক্ষরধাম মন্দিরে।