Ayodhya Ram Mandir: মুসলমানদেরও 'জয় শ্রী রাম' ধ্বনি দেওয়ার ডাক, হিন্দুত্ববাদী নেতার মন্তব্যে দেশ জুড়ে শোরগোল

Published : Jan 02, 2024, 11:45 AM IST
 Indresh Kumar

সংক্ষিপ্ত

সমস্ত ইসলাম ধর্মীয় মানুষদের ১১ বার করে ‘শ্রী রাম, জয় রাম, জয় জয় রাম’ স্লোগান দেওয়ার আহ্বান জানিয়েছেন আরএসএসের (RSS) জাতীয় কার্যনির্বাহী সদস্য ইন্দ্রেশ কুমার।

২২ তারিখ অযোধ্যায় রাম মন্দিরের (Ayodhya Ram Mandir) উদ্বোধন উপলক্ষে মসজিদ, দরগা, মাদ্রাসায় সমস্ত ইসলাম ধর্মীয় মানুষদের ১১ বার করে ‘শ্রী রাম, জয় রাম, জয় জয় রাম’ স্লোগান দেওয়ার আহ্বান জানিয়েছেন আরএসএসের (RSS) জাতীয় কার্যনির্বাহী সদস্য ইন্দ্রেশ কুমার।


একটি অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি বলেন ভারতে ‘প্রায় ৯৯ শতাংশ’ মানুষ মুসলমান এবং অন্যান্য অহিন্দু, তাঁরা প্রত্যেকেই এই দেশের নাগরিক। তাঁদের সকলের পূর্বপূরুষ এক। এই মাটিতেই তাঁরা জন্মেছিলেন, কিন্তু পরে ধর্ম পরিবর্তন করেছিলেন। তাই রামের নাম স্লোগান দিতে কারোর আপত্তি থাকার কথা নয়।


তাঁর মতে, রামলালার অভিষেকের দিন মুসলিম, খ্রিস্টান ও শিখদের নিজের নিজের ধর্মীয় স্থানে প্রার্থনার মাধ্যমে মন্দিরের অনুষ্ঠানে যোগ দেওয়া উচিত।


তবে, শুধু ইন্দ্রেশ কুমার নন, আরএসএস এর সঙ্গে সম্পর্কিত মুসলিম রাষ্ট্রীয় মঞ্চও নাকি বিভিন্ন ধর্মের মানুষের কাছে আবেদন করছে, এভাবেই রাম মন্দিরের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য।

২২ জানুয়ারি বিভিন্ন গুরুদ্বার, গির্জা এবং অন্যান্য অহিন্দু ধর্মীয় স্থানেও রাম মন্দিরের উদ্বোধনের দিন প্রদীপ জ্বালিয়ে সাজানোর আবেদন করেছেন ইন্দ্রেশ কুমার। একই সঙ্গে মন্দির উদ্বোধনের অনুষ্ঠানের সঙ্গে একাত্ম হওয়ার জন্য টিভিতে ওই অনুষ্ঠান দেখার জন্যেও আহ্বান জানিয়েছেন তিনি।

সম্প্রতি কংগ্রেস নেতা ফারুক আবদুল্লাহ বলেছিলেন যে, রাম শুধুমাত্র হিন্দুদের নন, তিনি গোটা বিশ্বের সকল মানুষের। এর জবাবে আরএসএস নেতা ইন্দ্রেশ কুমার বলেন, আমরা তো বলিনি রাম শুধু হিন্দুদের। আমরা বলছি রাম সকলের। এটা আপনি অন্যদের বোঝান। বিশেষ করে ইন্ডিয়া জোটের শরিকদের বোঝান, যাতে রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তাঁরা আমন্ত্রণ পত্রের অপেক্ষা না করেন।

PREV
click me!

Recommended Stories

8th pay commission: এখনই কার্যকর হচ্ছে না অষ্টম বেতন কমিশন, বিরাট আপডেট দিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক
১.১১ লক্ষ থেকে একলাফে বেতন হল ৩.৪৫ লক্ষ! কেন এত টাকা করে পাবেন বিধায়করা? রাজ্য দিল উত্তর