'অহংকারের কারণে ভগবান শ্রীরামই ২৪১-এ থামিয়ে দিয়েছেন', আরএসএস নেতার মন্তব্য নিয়ে উত্তাল দেশ

লোকসভা ভোটের ফলাফল নিয়ে বলতে গিয়ে আরএসএস নেতা ইনদ্রেশ বলেন, যারা রাম ভক্ত বলে দাবি করেছিল তারা অহংকারী হয়ে উঠেছিল।

 

লোকসভা নির্বাচনে খারাপ ফলের জন্য একের পর এক আরএসএস নেতা তোপ দেগেই চলছেন। মোহন ভগবতের পর এবার বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন আরএসএস নেতা ইনদ্রেশ। তৃতীয়বারের এনডিএ সরকার গঠনের পর তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রীতিমত নম্র হওয়ার কথাই বললেন। লোকসভা ভোটের পরই থেকেই বিজেরি একক সংখ্য গরিষ্ঠতা না পাওয়া নিয়ে কাটাছেঁড়া চলছে। বিজেপিও যেমন বিষয়টি নিয়ে আলোচনা করছে, তেমনই আলোচনা হচ্ছে আরএসএস সদর দফতরে। তাতেই প্রকাশ্যে আসছে আরএসএস নেতাদের ক্ষোভ।

লোকসভা ভোটের ফলাফল নিয়ে বলতে গিয়ে আরএসএস নেতা ইনদ্রেশ বলেন, 'যারা রাম ভক্ত বলে দাবি করেছিল তারা অহংকারী হয়ে উঠেছিল। তাই এই ফল হয়েছে। অহংকারী হয়ে ওঠার জন্যই সবথেকে বড় ঘোষিত দল হওয়া সত্ত্বেও ২৪১ -এ আটকে গেছে।' বিরোধী জোট নিয়েও আরএসএস নেতা নিজের মত জানিয়েছেন। বলেছেন,'তারা তো রাম বিরোধী। তাই কোনওভাবেই বিরোধী জোট ভোটে জিততে পারত না। তাই ওরা ২৩৪ আসনে আটকে গিয়েছে।' এই প্রসঙ্গে বলা ভাল আযোধ্য যে লোকসভা কেন্দ্রে অধীনে পড়ে সেটি হল ফৈজাবাদ। সেখানেই এবার মুখ থুবড়ে পড়েছে বিজেপি।

Latest Videos

অজিত ডোভালের ওপরই 'চোখ বন্ধ করে' ভরসা করলেন নরেন্দ্র মোদী, তাঁর মূল উপদেষ্টা পিকে মিশ্র

বৃহস্পতিবার জয়পুরের কাছে কানোটায় একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন ইনদ্রেশ কুমার. সেখানেই তিনি বলেন, 'ভগবান রামের ওপর যারা ভক্তি রেখেছিল তারা ধীরে ধীরে অহংকারী হয়েছিল। কিন্তু অহংকারের কারণে ভগবান রাম তাদের ২৪১ -এ থামিয়ে দিয়েছে। ' এর আগে আরএসএস নেতা মোহব ভাগবক বিজেপিকে সংযত হওয়ার পরামর্শ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, নির্বাচনী প্রচারে মিথ্যা, অপমানজনক ভাষা ব্যবহার করা হয়েছিল। তারই শাস্তি দিয়েছে জনগণ। নির্বাচনী প্রচারে শালীনতা লঙ্ঘন করারও তীব্র সমালোচনা করেছিলেন তিনি। যদিও আরএসএস নেতা ইনদ্রেশের মন্তব্যের তীব্র সামোলচান করেছেন বিজেপির বেশ কয়েকজন নেতা।

Narendra Modi: ১৮ জুন মোদীর বারাণসী সফর, দেখুন ৪ঘণ্টা ৫০ মিনিটের ঠাসা কর্মসূচি

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'কে মরল ওনার কি! স্বাস্থ্যমন্ত্রীর গোটা পরিবার বিদেশে চিকিৎসা করায়' তোপ শুভেন্দুর |Suvendu Adhikari
‘আপনার বাড়ির পাশেই জঙ্গি থাকে আপনি জানবেন না’ বিস্ফোরক মন্তব্য Agnimitra Paul-এর, দেখুন
Baghajatin-এ চোখের সামনেই ধসে পড়লো আস্ত চারতলার ফ্ল্যাট! #shorts #shortsfeed #shortsviral
Live : MahaKumbh 2025 | শুরু মহাকুম্ভ ২০২৫, শুরু পুণ্য স্নান, দেখুন সরাসরি | Makar Sankranti
Kolkata-এ ফের নির্মাণ বিপর্যয়! Dankuni-তে ব্রিজ ভেঙে চরম বিপত্তি, দেখুন | Kolkata News | Hooghly