ভারতীয় বিদেশমন্ত্রীর এ কি রূপ! এস জয়শঙ্করের ছবি দেখে ‘মোদী এফেক্ট’ বলে দ্বিধাবিভক্ত নেটদুনিয়া

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ছবি আপলোড করেছিলেন ভারতের বিদেশমন্ত্রী, সেই ছবি নিয়েই ভিন্ন ভিন্ন মতে ভাগ হয়ে গেল ইন্টারনেট দুনিয়া।

ভারতের সাথে বিদেশের তাবড় শক্তিশালী দেশগুলির সম্পর্কের গতিবিধিতে তাঁর ভূমিকা অপ্রতুল। ভারতের প্রতি শত্রু মনোভাবাপন্ন দেশগুলির প্রতিও তাঁর মন্তব্য আন্তর্জাতিক ক্ষেত্রে ঝড় তুলেছে বহুবার। বৈদেশিক কূটনীতিতে তিনিই ভারতের ‘চাণক্য’। সেই বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বেশ ভালোরকমই সক্রিয়। ভারতীয় বিদেশমন্ত্রকের দৈনন্দিন পদক্ষেপ সম্পর্কে প্রায় প্রতিদিনই তিনি লেটেস্ট আপডেট দিতে থাকেন। নেট দুনিয়ায় তাঁর ফলোয়ারের সংখ্যাও লক্ষ লক্ষ। সেই বিদেশমন্ত্রী সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এমন একটি ছবি পোস্ট করেছেন, যা নিয়ে দ্বিধাবিভাজন এবং দ্বি মতে ভরে উঠেছে ছবির কমেন্ট সেকশন।

রবিবার সুইডেনের প্রতিরক্ষামন্ত্রী পল জনসনের সঙ্গে একটি ছবি নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেই ছবিতে দুই দেশের দুই মন্ত্রীই পরে রয়েছেন স্যুট এবং ব্লেজার। গলায় রয়েছে টাই। সেই ছবিতে সুইডেনের প্রতিরক্ষামন্ত্রী পল জনসনের চোখ সরাসরি দেখা গেলেও ভারতীয় বিদেশমন্ত্রীর চোখে পরা রয়েছে একটি সানগ্লাস। এই সানগ্লাস নিয়েই ইন্টারনেটে শুরু হয়েছে তোলপাড়।

Latest Videos

বিদেশমন্ত্রীর ছবির নীচে নেটিজেনদের কমেন্ট সেকশনে চোখ রাখলে দেখা যাচ্ছে বেশ বড়সড় দ্বিধাবিভাজনের ঝড়। কোনও কোনও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী তাঁকে উদ্দেশ করে বলছেন, ‘আপনার স্টাইলে মোদী এফেক্ট স্পষ্ট বোঝা যাচ্ছে।’ কেউ আবার ভালোবেসে তাঁর নতুন লুককে হলিউড অভিনেতা ব্র্যাড পিটের সঙ্গে তুলনা করেছেন। কেউ কেউ তাঁকে ব্রিটিশ ঔপন্যাসিক ইয়ান ফ্লেমিং রচিত উপন্যাসের বিশ্ববিখ্যাত গোয়েন্দা চরিত্র জেমস বন্ডের সঙ্গে তুলনা করেছেন। আরেকদিকে, কোনও কোনও সমালোচনাকারী সোজাসুজি তাঁকে লিখেছেন, আপনার লুক একেবারে হোটেলের ওয়েটারদের মতো লাগছে এবং আপনি পোজ দিয়েছেন একেবারে বাউন্সার (নিরাপত্তা রক্ষী)-দের মতো। বহু মানুষ এরকম বহু ভালোমন্দ কমেন্ট করলেও, কমেন্ট সেকশন দেখে এইটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে, নেটিজেনরা ভীষণভাবে তাঁর এই নতুন লুক এবং চোখের ওই চকচকে সানগ্লাসের দিকে অত্যন্ত বেশি মনোযোগ দিয়েছেন।

বলা বাহুল্য, নিজের এই আকর্ষণীয় দিকটি প্রকাশ করে এটা নিয়ে কার্যত কোনও মন্তব্যই করেননি এস জয়শঙ্কর। ছবির ওপরে তিনি শুধু সুইডিশ এবং ইংরেজি ভাষায় শিরোনাম লিখেছেন, ‘সুইডেনের প্রতিরক্ষা মন্ত্রী পল জনসনের সঙ্গে দেখা করে ভালো লাগছে। আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা বিষয়ে কার্যকর মত বিনিময় হয়েছে।’
 

আরও পড়ুন-

মানুষের জন্ম-মৃত্যুর রিপোর্ট রাখতে হবে কেন্দ্রের নিয়মে, রাজ্যকে চিঠি দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক
সুপার সাইক্লোন ‘মোকা’-র আঘাতে লণ্ডভণ্ড বাংলাদেশ মায়ানমার, পশ্চিমবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

কপালে বন্দুক ঠেকিয়ে ফেসবুকে লাইভ ভিডিও, প্রেমিকাকে খুন করে লাইভ লোকেশন পাঠালেন যুবক

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল