সরকারিকর্মীদের বেতন দ্বিগুণেরও বেশি বাড়বে , কয়েক মাসেই মালামাল হবেন তাঁরা

Published : Mar 04, 2025, 08:19 PM IST

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ থেকে বাড়িয়ে ২.৮৬ হতে পারে। যার অর্থ সরকারি কর্মীদের বেতন বাড়বে হুহু করে।

PREV
110
অষ্টম বেতন কমিশন

অষ্টম বেতন কমিশনের সুপারিশ করেছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে নতুন বেতন পরিকাঠামো নিয়ে।

210
ফিটমেন্ট ফ্যাক্টর

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ থেকে বাড়িয়ে ২.৮৬ হতে পারে। যার অর্থ সরকারি কর্মীদের বেতন বাড়বে হুহু করে।

310
ফিটমেন্ট ফ্যাক্টর

অষ্টম বেতন কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর যদি আগের বারের মতই করা হয় তাহলে ২.৫৭ হয় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মূল বেতন ১৫৭ শতাংশ বৃদ্ধি পাবে।

410
বেতন হওয়ার সম্ভাবনা

সপ্তম বেতন কমিশন অনুযায়ী বর্তমানে তাঁদের ন্যূনতম বেতন ১৮ হাজার টাকা। যা আগামিদিনে বেড়ে ৪৬ হাজার ২৬০ টাকা হবে বলে মনে করা হচ্ছে।

510
সুবিধে পেনশনভোগীরা

কেন্দ্রীয় সরকার এই নতুন বেতন কমিশন চালু করলে আর্থিকভাবে লাভবান হবেন পেনশনভোগীরাও। বর্তমানে অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা কমপক্ষে ন’হাজার টাকা পেনশন পান। যা আগামী দিনে বেড়ে হবে ২৩ হাজার ১৩০ টাকা।

610
সপ্তম বেতন কমিশনে সুবিধে

সপ্তম বেতন কমিশনেও একই হারে বেতন এবং পেনশন বৃদ্ধি পেয়েছিল। সেবার সরকারি কর্মচারীদের ন্যূনতম মূল বেতন সাত হাজার থেকে এক লাফে বেড়ে ১৮ হাজার টাকা হয়েছিল

710
সপ্তম বেতন কমিশন

সপ্তম বেতন কমিশন গঠন করা হয়েছিল ২০১৬ সালে। যার মেয়াদ শেষ হবে চলতি বছর আগামী ৩১ ডিসেম্বর। আর সেই কারণে অষ্টম বেতন কমিশন লাগু হবে ২০২৬ সালের ১ জানুয়ারি।

810
বেসিক বেতন

অষ্টম বেতন কমিশনে যদি ফিটমেন্ট ফ্যাক্টর ২.৮৬ লাগু হবে যেসব কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেসিক বেতন ১৮ হাজার তাদের বেসিক বেতন বেড়ে হতে পারে ৫১ হাজার ৪৮০ টাকা হতে পারে।

910
কেন্দ্রীয় সরকারের বার্তা

কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এখনও এই বিষয়ে কিছুই জানান হয়নি।

1010
আলোচনা চলছে

সূত্রের খবর অষ্টম বেতন কমিশন নিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মী ও সরকারের মধ্যে আলোচনা চলছে।

click me!

Recommended Stories