- Home
- India News
- অষ্টম বেতন কমিশন কার্যকর হলে পেনশনভোগীদের কপাল খুলে যাবে, রইল সর্বোচ্চ আর সর্বনিম্ন টাকার হিসেব
অষ্টম বেতন কমিশন কার্যকর হলে পেনশনভোগীদের কপাল খুলে যাবে, রইল সর্বোচ্চ আর সর্বনিম্ন টাকার হিসেব
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা ১৬ জানুয়ারি অষ্টম বেতন কমিশনের সুপারিশ করেছেন।
- FB
- TW
- Linkdin
)
অষ্টম বেতন কমিশন
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা ১৬ জানুয়ারি অষ্টম বেতন কমিশনের সুপারিশ করেছেন।
উপকৃত হবে
অষ্টম বেতন কমিশন লাগু হলে উপকৃত হবেন কেন্দ্রের ৫০ লক্ষ সরকারি কর্মী আর ৬৫ লক্ষ পেনশনভোগী।
উপকৃত হবে প্রায় এক কোটি পরিবার
অষ্টম বেতন কমিশনের লক্ষ্য অষ্টম বেতন কমিশন লাগু করে বেতন আর ভাতার কারণে উপকৃত হবে প্রায় এক কোটি পরিবার।
ফিটমেন্ট ফ্যাক্টর বেস
মিডিয়া রিপোর্ট অনুযায়ী বেতন প্যানেল ১.৯২ থেকে ২.৮৬ রেঞ্জে ফিটমেন্ট ফ্যাক্টর বেস করবে। এই সুপারিশ কার্যকর হলে বেতন এক ধাক্কায় বেড়ে যাবে অনেকটা।
বেতন বাড়বে
২.৮৬ ফিটমেন্ট ফ্যাক্টর কার্যকর হলে নূন্যতম বেসিক বেতন প্রতিমাসে ১৮ হাজার টাকা থেকে বেড়ে হবে ৫১ .৪৮০ টাকা।
পেনশন বাড়বে
এই ফিটমেন্ট ফ্যাক্টর কর্যকর হলে নূন্যতম পেনশন ৯ হাজার টাকা থেকে বেড়ে হবে ২৫ .৭৪০ টাকা।
সর্বোচ্চ পেনশন
এই ফিটমেন্ট ফ্যাক্টর কার্যকর হলে সর্বোচ্চ হতে পারে ১ লক্ষ টাকার ওপর।
অষ্টম বেতন কমিশন লাগু
অষ্টম বেতন কমিশন লাগু হওয়ার কথা রয়েছে আগামী বছর থেকে।
চলতি বছর ডিএ নেই
চলতি বছর এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ডিএ ঘোষণা করেনি। তাই জল্পনা বাড়ছে অষ্টম বেতন কমিশন নিয়ে।
দীর্ঘ দিনের দাবি
কেন্দ্রীয় সরকারের দীর্ঘ দিনের দাবি ছিল অষ্টম বেতন কমিশন কার্যকর করা। গত বছর দীপাবলির সময় শেষবার ডিএ বেড়েছিল কেন্দ্রীয় সরকারি কর্মীদের।