ভারত সফরে ট্রাম্প, স্বাগত জানাতে সেজে উঠল পুরী সৈকত

Published : Feb 24, 2020, 10:42 AM IST
ভারত সফরে ট্রাম্প, স্বাগত জানাতে সেজে উঠল পুরী সৈকত

সংক্ষিপ্ত

ট্রামকে নয়া কায়দায় স্বাগত সেজে উঠছে সমুদ্র সৈকত পুরী সৈকতে নজর কাড়লেন একাধিক শিল্পী নেট দুনিয়ায় ভাইরাল ছবি 

সোমবার ভারতে আসছেন ডোনাল ট্রাম্প। তাঁকে স্বাগত জানাতে সেজে উঠছে বিভিন্ন স্থান। কোথাও আলোর রসনাই, কোথাও আবার চলছে জঞ্জাল সাফাইয়ের কাজ। নেট দুনিয়াতেও ট্রেন্ড নমস্তে ট্রাম্প। এমনই অবস্থায় ট্রাম্পকে স্বাগত জানাতে নয়া কৌশলে নজর কাড়ছেন শিল্পীরা। বালি দিয়ে তৈরি করা হচ্ছে ট্রাম্পের প্রতিচ্ছবি। 

 

 

পুরী সৈকতে তৈরি করা হল এমনই এক চিত্র। যেখানে মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানানোর প্রয়াস নজর কাড়ল নেটিজেনদের। মুহূর্তে সেই ছবি ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায়। মানস সাহো এই চিত্রটি তৈরি করেছেন পুরীতে। ছবি শেয়ার করে শিল্পী লেখেন, ওড়িশা স্বাগত জানাচ্ছে ট্রাম্পকে। কেবল এখানেই নয়, রাজস্থানেও ধরা দিল একই চিত্র। পুস্করেও ধরা দিল একই ছবি।

আরও পড়ুন: ট্রাম্পের সফরে চাপ বাড়ছে পাকিস্তানের, বাণিজ্য চুক্তি না হলেও ফায়দা ভারতের

আরও পড়ুন: ভগবান রামকে এবার টেক্কা দেবেন তাঁর ভক্ত, বিশ্বের সবচেয়ে বড় হনুমান মূর্তি তৈরি হচ্ছে এদেশেই

পুরীতে সৈকতেই ধরা পড়ল আরও এক চিত্র। শিল্পী সুদর্শন পট্টনায়ক তৈরি করেছেন ট্রাম্প ও ফার্স্ট লেডির এই ছবি। যেখানে লেখা ভারতে স্বাগত। পাশাপাশি তৈরি করা হয়েছে তাজমহলেরও ছবি। নেদ দুনিয়ায় যা এখন ঘুরে বেড়াচ্ছে। পর্যটকদের কাছেও এক বাড়তি পাওনা বটে। রবিবারই তৈরি করা হয়েছে এই শিল্প। যা সকলেরই দৃষ্টি আকর্ষণ করে এখন জনপ্রিয়তার তুঙ্গে। 

PREV
click me!

Recommended Stories

ই-চালান ইন্টিগ্রেশনে উত্তরপ্রদেশে সড়ক সুরক্ষায় জোর, ১৭ জেলায় শুরু প্রক্রিয়া
রাহুলের সমালোচনা করতেই কংগ্রেসের 'ফোঁস', জিন্না-বিজেপি যোগের কথা বলে মোদীকে 'বিকৃতির মাস্টার' বলল