প্রথম মহিলা উপাচার্য পাচ্ছে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়, জানুন সান্তিশ্রী ধুলিপুড়ি পণ্ডিতকে

সান্তিশ্রী ধুলিপুড়ি পণ্ডিত ১৫ জুলাই ১৯৬২ সালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে জন্মগ্রহণ করেন। কিনি ১৯৮৮ সাল থেকে শিক্ষাগতা করছেন। গবেষণা শুরু করেছেন ১৯৮৫ সাল থেকে। নানা বিষয়ে তাঁর গবেষণা পত্র রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। 

প্রথম মহিলা উপাচার্য ( first woman VC) পেতে চলেছে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় (JNU)। পুনের সাবিত্রী ফুলে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শান্তিশ্রী ধুলিপুড়ি পণ্ডিত (Santishree Dhulipudi Pandit) জেএনইউ-র গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করতে চাইছেন। বিদায়ী উপাচার্য এম জগদেশ কুমার জানিয়েছেন,তিনি এটা জানাতে পেরে খুশি যে সাবিত্রীবাই ফুলে বিশ্ববিদ্যালয়ের পবলিটিক্স ও পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের অধ্যাপক সান্তিশ্রী ধুলিপুড়ি পণ্ডিত জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের পরবর্তী উপাচার্য হিসেবে নিযুক্ত হয়েছেন। তিনি জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা উপাচার্য। এম জগদেশ কুমার বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান নিযুক্ত হয়েছে।


সান্তিশ্রী ধুলিপুড়ি পণ্ডিত ১৫ জুলাই ১৯৬২ সালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৮ সাল থেকে শিক্ষাগতা করছেন। গবেষণা শুরু করেছেন ১৯৮৫ সাল থেকে। নানা বিষয়ে তাঁর গবেষণা পত্র রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। হায়দরাবাদের স্টাডিজ রিসার্চ ইনস্টিটিউট, ইন্ডিয়ান অ্যাসেসিয়েশন অফ আমেরিকার স্টাডিজ, অন ইন্ডিয়া পলিটিক্যাল সায়েন্স অ্যাসোসিয়েশন, ভান্ডারকর ওরিয়েন্টাল রিসার্চ ইনস্টিটিউট, ইন্ডিয়ার সেকুলার সোসাইটির সঙ্গে যুক্ত রয়েছে। ভারতীয় সংসদ ও পররাষ্ট্র নীতি (১৯৯০) এবং এশিয়া- এথিক্স অ্যান্ড পলিসি নিয়েও তাঁর বই রয়েছে। 

Latest Videos

সান্তিশ্রী ধুলুপুড়ি পণ্ডিত জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তনী। এই বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ও পিএইচডি করেছেন তিনি। ১৯৮৮ সালে গোয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার কাজ শুরু করেন। তামিল, তেলেগু, সংস্কৃত, হিন্দি , মারাঠী, ইংরাজিসহ একাধিক ভাষায় দক্ষ তিনি। 

সান্তিশ্রী পণ্ডিত আগামী এক সপ্তাহের মধ্যেই কাজে যোগ দিতে পারেন। এখনও পর্যন্ত এই বিশ্ববিদ্যালয় ১২ জন উপাচার্য পেয়েছেন। তারমধ্যে অধ্যাপক পণ্ডিতই প্রথম মহিলা উপাচার্য হতে চলেছে। 

টেলিফোনে লতা মঙ্গেশকরের সঙ্গে কথা বলেছিলেন প্রধানমন্ত্রী মোদী, পুরনো ভিডিও ফেরাল মধুর স্মৃতি

উত্তর প্রদেশে ওয়াইসির কনভয়ে হামলা, সংসদে দুই কক্ষে বিবৃতি দেবেন অমিত শাহ

অখিলেশের পাশে মমতা বন্দ্যোপাধ্য়ায়, ২ দিনের সফরে সোমবার সন্ধ্যায় উত্তর প্রদেশ পৌঁছাবেন তৃণমূল নেত্রী

Share this article
click me!

Latest Videos

TMC-কে ভোট দিলেই মিলছে ঠোঙা ভর্তি মুড়ি ও চানাচুর! শোরগোল মেদিনীপুরে | Midnapore | WB By election
ফের ইডির ভয়াল থাবা! মধ্যমগ্রাম কাঁপলো ইডির দুঃসাহসিক অভিযানে, দেখুন | North 24 Parganas | ED Raid
পুলিশি অভিযানে বড়সড় সাফল্য! উত্তেজনা রানাঘাটে, দেখুন | Ranaghat News Today
‘তৃণমূল কেমিক্যাল দিয়ে আমায় মারার প্ল্যান করছে’ তৃণমূলের চক্রান্ত ফাঁস করলেন অর্জুন সিং! দেখুন
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল