সংক্ষিপ্ত

গত ৩ ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার উত্তর প্রদেশে নির্বাচনী প্রচার সেরে দিল্লিতে ফেরার সময় হাপুড়ে আসাদউদ্দিন ওয়াইসির কনভয়ে হামলা চালায় একদল দুষ্কৃতী। সন্ধ্যে ৬টার সময় ২৪ নম্বর জাতীয় সড়কে এই ঘটনা ঘটেছিল। হামলায় ওয়াইসির কোনও চোট আঘাত লাগেনি। তিনি অক্ষত ছিলেন। কিন্তু যথেষ্ট ক্ষতি হয়েছিল গাড়িটির। 

মিমের (AIMIM)প্রধান তথা সাংসদ আসাদউদ্দিন ওয়াইসির (Asaduddin Owaisi) কনভয়ে হামলা নিয়ে সংসদে (Parliament) বিবৃতি দিতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit shah)। লোকসভা (Loksabha) ও রাজ্যসভা (Rajya Sabha) দুটি কক্ষেই অমিত শাহ বিবৃতি দিতে পারেন বলে সূত্রের খবর। 

গত ৩ ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার উত্তর প্রদেশে নির্বাচনী প্রচার সেরে দিল্লিতে ফেরার সময় হাপুড়ে আসাদউদ্দিন ওয়াইসির কনভয়ে হামলা চালায় একদল দুষ্কৃতী। সন্ধ্যে ৬টার সময় ২৪ নম্বর জাতীয় সড়কে এই ঘটনা ঘটেছিল। হামলায় ওয়াইসির কোনও চোট আঘাত লাগেনি। তিনি অক্ষত ছিলেন। কিন্তু যথেষ্ট ক্ষতি হয়েছিল গাড়িটির। 

উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের আগেই সংখ্যালঘু সম্প্রদায়ের নেতার ওপর এজাতীয় হামলায় প্রশ্নের মুখে ফেলেছে কেন্দ্রীয় সরকার তথা রাজ্য সরকারকে। তবে ক্ষত মেরামতিতে উত্তর প্রদেশ সরকার ইতিমধ্যেই হামলার ঘটনায় যুক্ত সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে। অন্য দিকে কেন্দ্রীয় সরকারেও ওয়াইসিকে জেট ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার কথা বলেছে। কিন্তু ওয়াইসি নিরাপত্তা প্রত্যাখান করেন। পাল্টা অভিযুক্তদের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা দেওয়ার দাবি জানিয়েছেন। ওয়াইসি আরও বলেছেন, দেশের গরীব ও পিছিয়েপড়া মানুষের স্বার্থেই তিনি কাজ করে যেতে চান। তাঁরা নিরাপদে থাকলে তিনি ঠিক থাকবেন। তিনি আরও বলেছেন, তাঁর গাড়িতে যারা গুলি চালিয়েছে তাদের তিনি ভয় পাননা। তবে তিনি দেশের সাধারণ মানুষের স্বার্থে এখন যেমন সওয়াল করছেন আগামী দিনেও তেমনই সওয়াল করবেন। বাণিজ্যমন্ত্রী পীষূষ গোয়েল বলেছেন রাজ্য সরকার দোষীদের গ্রেফকার করেছে। হামলায় ব্যবহৃত অস্ত্র ও গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। ওয়াইসির ওপর হামলার ঘটনা জানান হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে। সমস্ত ব্যবস্থাই দ্রুত নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। 

এই অবস্থায় এদিন ওয়াইসি ইস্যুতে সংসদে অমিত শাহের বিবৃতি যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেও মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এদিন সকালে রাজ্যসভায় বিবৃতি দেওয়ার কথা অমিত শাহের। বিকেল ৪টে নাগাদ রাজ্যসভায় বিবৃতি দিতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। বর্তমানে সংসদে বাজেট অধিবেশন চলছে। তারমধ্যেই বক্তব্য রাখবেন অমিত শাহ। রাজনৈতিক বিশেষজ্ঞদের মধ্যে ওয়াইসির বিষয় নিয়ে উত্তাল হতে পারে সংসদ। 

উত্তর প্রদেশ নির্বাচনে বিজেপির বিরোধী দল হিসেবে সমাজবাদী পার্টি  কংগ্রেস থাকবেও ওয়াইসির দল প্রতিদ্বন্দ্বিতা করেছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে মিম উত্তর প্রদেশ ভোটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। 

ধর্ম সংসদের বিবৃতি হিন্দু শব্দ নয়, অবস্থান স্পষ্ট করলেন RRS প্রধান

দেশ বিরোধী লেখা পোস্ট সোশ্যাল মিডিয়ায়, জম্মু ও কাশ্মীরের সাংবাদিককে জেলে পুরল পুলিশ

টেলিফোনে লতা মঙ্গেশকরের সঙ্গে কথা বলেছিলেন প্রধানমন্ত্রী মোদী, পুরনো ভিডিও ফেরাল মধুর স্মৃতি